Ajker Patrika

মা হারানো ৪ বছরের শিশুকে নানির জিম্মায় দিলেন হাইকোর্ট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মে ২০২৩, ২১: ১১
মা হারানো ৪ বছরের শিশুকে নানির জিম্মায় দিলেন হাইকোর্ট 

মা হারানো পাবনার চার বছরের শিশুকন্যাকে নানির জিম্মায় দিয়েছেন হাইকোর্ট। সাবালিকা হওয়া পর্যন্ত সে নানির কাছেই থাকবে। আর ভরণপোষণ দিতে হবে বাবাকে।

বাবার জিম্মায় দেওয়া বিচারিক আদালতের আদেশ বাতিল করে আজ বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের বেঞ্চ এই রায় দেন। 

জানা যায়, শিশুটির জন্ম ২০১৯ সালের ৩০ মে। জন্মের ১০ দিন পর মা মারা যান। তখন থেকেই সে নানি ও খালার কাছে থাকে। এর মধ্যে পাঁচ মাস বয়সের সময় শিশুটিকে পেতে বাবা আদালতের দ্বারস্থ হন। তবে আদালত শিশুটিকে নানি ও খালার জিম্মায় রাখার আদেশ দেন। সেখানে অন্তত সাত বছর রাখার কথা বলা হয়। পরে বাবা রিভিশন আবেদন করলে গত বছরের ২২ সেপ্টেম্বর পাবনার অতিরিক্ত জেলা জজ আদালত শিশুটিকে বাবার জিম্মায় দেন। আর সেই আদেশ বাতিল চেয়ে নানি হাইকোর্টে আবেদন করেন। 

হাইকোর্ট শিশুসহ বাবা ও নানিকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিলে তাঁরা আজ হাজির হন। আদালত শিশুর কাছে জানতে চান, সে কার কাছে থাকতে চায়। জবাবে শিশুটি নানির কাছে থাকার কথা বলে। এরপর হাইকোর্ট শিশুটিকে নানির জিম্মায় দেন। 

নানি জাহানারা বেগমের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবদুল হাই সরকার। বাবা মো. ফজলে রাব্বীর পক্ষে ছিলেন মো. শহীদুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিচারককে ধন্যবাদ দিলেন হাসানুল হক ইনু

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

ধর্মীয় কটূক্তির অভিযোগে হিন্দুপল্লিতে ভাঙচুর, ঠেকাতে গিয়ে আক্রান্ত পুলিশও

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

১৭ বছর পর আদালত অবমাননার রায়, সাবেক ডিসি-এডিসিসহ ৪ জনের কারাদণ্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত