Ajker Patrika

লুটপাটের পর আগুন, ১৪ ঘণ্টা ধরে জ্বলছে গাজী টায়ারের কারখানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১২: ২০
লুটপাটের পর আগুন, ১৪ ঘণ্টা ধরে জ্বলছে গাজী টায়ারের কারখানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে অবস্থিত গাজী টায়ার কারখানার আগুন ১৪ ঘণ্টা ধরে জ্বলছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট রাত থেকে কাজ করলেও আজ সোমবার বেলা ১১টা পর্যন্ত আগুন নেভাতে পারেনি। 

গতকাল রোববার রাত ৯টার দিকে লুটপাট চালানোর পর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘গতকাল বিকেল থেকে কয়েক শ লোক কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। লুটপাট শেষে রাতে একাধিক ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিস আগুন নেভাতে এলেও সারা রাত চেষ্টা করেও তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। লুটপাট ঠেকাতে পুলিশের সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি। 

রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন। ছবি: আজকের পত্রিকাফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ‘ভেতরে থাকা টায়ার উৎপাদনের দাহ্য পদার্থ ও কাচামালের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।’

রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন। ছবি: আজকের পত্রিকাএর আগে, গতকাল রোববার বিকেলে গাজী গ্রুপের মালিক ও সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীকে আদালতে তোলার খবর প্রকাশ হতেই একদল দুর্বৃত্ত গাজীর টায়ার কারখানায় হামলা চালায় এবং লুটপাট শুরু করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত