Ajker Patrika

স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর ‘আত্মহত্যা’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৯: ৪৪
স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর ‘আত্মহত্যা’

নারায়ণগঞ্জের ফতুল্লায় রুহুল আমিন (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিবারের দাবি স্ত্রীর সঙ্গে অভিমান করে রুহুল ‘আত্মহত্যা’ করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ফতুল্লার ভোলাইল খিলপাড়া এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

রুহুল সিরাজগঞ্জ জেলার তারাইস থানার ঈশ্বরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি খিলপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়াবাসায় থাকতেন। একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। 

রুহুলের ছোট ভাই রুবেল বলেন, ‘কয়েক দিন আগে আমার ভাবি ইয়াসমিন আক্তার (২৩) তাঁর পাঁচ বছরের কন্যাসন্তানসহ বাবার বাড়িতে যান। ভাই তাঁকে নিষেধ করলেও তিনি কথা শোনেননি। এ নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তা ছাড়া ভাবি তাঁর অনেক কথাই শুনতেন না। এসব বিষয়ে অভিমান করে রাতে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।’ 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত