নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকৃতি-পরিবেশ রক্ষা করেই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল।
আজ বুধবার ঢাকার প্রেসক্লাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’র যুব প্ল্যাটফর্ম ‘যুব বাপা’ ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
সুলতানা কামাল বলেন, জীবন জীবিকার পরিবেশ যদি পরিচ্ছন্ন না হয়, দূষণমুক্ত না হয়, তাহলে অন্য উন্নয়নও বাধাগ্রস্ত হয়। সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে সুলতানা কামাল জানান, বাপা বিদেশ থেকে কোনো ফান্ড আনে না। সদস্যদের চাঁদার টাকায় তাদের সংগঠন চলে। তাই বাইরে থেকে ফান্ড এনে সংগঠনের নেতারা তা তছরুপ করেছেন এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, পরিবেশ আন্দোলনকে আরও সংগঠিত, বেগবান এবং শক্তিশালী যুব ও জন আন্দোলন গড়ে তুলতে ‘যুব বাপা’ গঠন করা হয়েছে। এই সংগঠনের মাধ্যমে তরুণদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। জ্ঞানভিত্তিক পরিবেশ কর্মী হিসেবে তাদের গড়ে তোলা হবে, যাতে করে পরিবেশ রক্ষায় তারা ভূমিকা রাখতে পারে। পরে কিশোরে বাপা গঠন করার পরিকল্পনার কথাও জানান তিনি।
এদিকে প্রশ্নোত্তর পর্বে আজকের পত্রিকার এক প্রশ্নের জবাবে বাপার প্রতিনিধিরা জানান, হাতিরঝিলের পরিবেশ রক্ষায় আন্দোলন আরও জোরদার করা হবে। হাতিরঝিলে নর্দমার পানি ফেলা বন্ধ না হলে এখানকার পরিবেশের সুরক্ষা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তারা। নতুন করে ওয়াটার ট্যাক্সি প্রকল্পটি বিস্তৃত করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাও সফল হবে না বলে জানান তারা। তারা বলেন, সরকার হাতিরঝিলের পরিবেশ সুরক্ষায় যে প্রকল্প নিয়েছে, তার সঠিক বাস্তবায়নের ওপর নির্ভর করছে এর ভবিষ্যৎ চিত্র কি হবে।
সংবাদ সম্মেলনে গ্রিন ভয়েস, রিভার ও ডেল্টা রিসার্চ সেন্টারসহ ২০ টির বেশি পরিবেশবাদী সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা আলোচনায় অংশ নিয়ে বলেন, পরিবেশ আন্দোলন ও পরিবেশ সচেতনতা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারলে বর্তমান নাজুক অবস্থায় পরিবর্তন আসবে। যুবদের পরিবেশ আন্দোলনে সম্পৃক্ত করার জন্য এ ধরনের সংগঠন তৈরির উদ্যোগকেও স্বাগত জানান বক্তারা।
প্রকৃতি-পরিবেশ রক্ষা করেই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল।
আজ বুধবার ঢাকার প্রেসক্লাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’র যুব প্ল্যাটফর্ম ‘যুব বাপা’ ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
সুলতানা কামাল বলেন, জীবন জীবিকার পরিবেশ যদি পরিচ্ছন্ন না হয়, দূষণমুক্ত না হয়, তাহলে অন্য উন্নয়নও বাধাগ্রস্ত হয়। সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে সুলতানা কামাল জানান, বাপা বিদেশ থেকে কোনো ফান্ড আনে না। সদস্যদের চাঁদার টাকায় তাদের সংগঠন চলে। তাই বাইরে থেকে ফান্ড এনে সংগঠনের নেতারা তা তছরুপ করেছেন এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন, পরিবেশ আন্দোলনকে আরও সংগঠিত, বেগবান এবং শক্তিশালী যুব ও জন আন্দোলন গড়ে তুলতে ‘যুব বাপা’ গঠন করা হয়েছে। এই সংগঠনের মাধ্যমে তরুণদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। জ্ঞানভিত্তিক পরিবেশ কর্মী হিসেবে তাদের গড়ে তোলা হবে, যাতে করে পরিবেশ রক্ষায় তারা ভূমিকা রাখতে পারে। পরে কিশোরে বাপা গঠন করার পরিকল্পনার কথাও জানান তিনি।
এদিকে প্রশ্নোত্তর পর্বে আজকের পত্রিকার এক প্রশ্নের জবাবে বাপার প্রতিনিধিরা জানান, হাতিরঝিলের পরিবেশ রক্ষায় আন্দোলন আরও জোরদার করা হবে। হাতিরঝিলে নর্দমার পানি ফেলা বন্ধ না হলে এখানকার পরিবেশের সুরক্ষা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তারা। নতুন করে ওয়াটার ট্যাক্সি প্রকল্পটি বিস্তৃত করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তাও সফল হবে না বলে জানান তারা। তারা বলেন, সরকার হাতিরঝিলের পরিবেশ সুরক্ষায় যে প্রকল্প নিয়েছে, তার সঠিক বাস্তবায়নের ওপর নির্ভর করছে এর ভবিষ্যৎ চিত্র কি হবে।
সংবাদ সম্মেলনে গ্রিন ভয়েস, রিভার ও ডেল্টা রিসার্চ সেন্টারসহ ২০ টির বেশি পরিবেশবাদী সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা আলোচনায় অংশ নিয়ে বলেন, পরিবেশ আন্দোলন ও পরিবেশ সচেতনতা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পারলে বর্তমান নাজুক অবস্থায় পরিবর্তন আসবে। যুবদের পরিবেশ আন্দোলনে সম্পৃক্ত করার জন্য এ ধরনের সংগঠন তৈরির উদ্যোগকেও স্বাগত জানান বক্তারা।
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৩ ঘণ্টা আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
৫ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
৫ ঘণ্টা আগে