Ajker Patrika

কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

নরসিংদী প্রতিনিধি
কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

নরসিংদীতে ১৬ বছরের এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে এক বাসচালক ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাদের গ্রেপ্তার দেখানো হয়। এর আগে গতকাল সোমবার বিকেলে পৌর এলাকার শালিধা এলাকায় এক ময়লার ভাগাড়ের পাশে ওই কিশোরীকে মুখ বেঁধে ধর্ষণ করে তারা।

মঙ্গলবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন—মনোহরদী উপজেলার রাব্বি মিয়া (১৮), নরসিংদী সদরের দত্তপাড়া এলাকার মো. রাব্বি (২৪) এবং অপরজন পলাশের দক্ষিণ দেওড়া এলাকার জাহিদুল হক (২০)।

এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে ভুক্তভোগী ওই কিশোরী নরসিংদী লঞ্চঘাটে যাওয়ার জন্য সাহেপ্রতাপ মোড় এলাকা থেকে রংধনু পরিবহনের একটি মিনিবাসে উঠে। এ সময় পথে সব যাত্রী নেমে গেলে কৌশলে বাসচালক ও তার দুই সহযোগী তার মুখ চেপে ধরে বাসে করে নরসিংদী নতুন পৌর বাসস্ট্যান্ডের পাশে ময়লার ভাগাড়ে নিয়ে যায়। এ সময় ৩ জন পালাক্রমে ধর্ষণের পর তাকে মুখ বাধা অবস্থায় ফেলে যায়। পরে, স্থানীয়দের সহায়তায় সন্ধ্যায় পুলিশ ভুক্তভোগী ওই কিশোরীকে উদ্ধার করে।

এ ঘটনায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনকে আটক করে এবং সকালে মামলা হওয়ার পর তাদের গ্রেপ্তার দেখায়।

ওসি হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের কোর্টে চালান দেওয়া হয়েছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত