Ajker Patrika

ভূঞাপুরে রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৪: ১৮
ভূঞাপুরে রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ভুঞাপুরে রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে জামালপুর-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেললাইনের উপজেলার আমুলা বিলের রেল ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে থানার পুলিশ। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

এদিকে মরদেহ বিলের পানিতে ভাসছে এমন খবরে এলাকাবাসী সেখানে ভিড় করে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ পচে গেছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই ঘটনার মূল রহস্য জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত