Ajker Patrika

বিদ্যানন্দের নামে পেজ খুলে টাকা তোলায় গ্রেপ্তার ৫ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদ্যানন্দের নামে পেজ খুলে টাকা তোলায় গ্রেপ্তার ৫ 

স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া পেজ খুলে বন্যার্তদের সাহায্যের কথা বলে টাকা তুলছিল একটি প্রতারক চক্র। এমন প্রতারণার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। 

গতকাল রোববার নোয়াখালী থেকে এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—আমির হোসেন শাকিল, দেলোয়ার হোসেন, মশিউর রহমান, ইসরাফিল পাবেল ও মহিন উদ্দিন। 

ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ বলেন, ‘গত ১৬ ও ২৯ জুলাই ডিএমপির পল্লবী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দুইটি মামলা হয়। মামলায় অভিযোগ করা হয়, একটি অসাধু চক্র বিদ্যানন্দের নামে পেজ খুলে প্রতারণা করছে। পরে মামলাগুলোর তদন্তভার পায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন। তদন্তে দেখা যায়, চক্রটি বিদ্যানন্দের নামে পেজ খুলে বন্যার্তদের সাহায্যের কথা বলে বিভিন্ন পোস্ট দেয়।’ 

ধ্রুব জ্যোতির্ময় গোপ আরও বলেন, ‘অনেক মানুষ এসব পোস্ট দেখে বন্যার্তদের সাহায্যের করার জন্য লাখ লাখ টাকা পাঠায় বিদ্যানন্দের ভুয়া পেজের মালিকদের কাছে। পরে চক্রটি এসব টাকা আত্মসাৎ করে ফোন বন্ধ করে ফেলে।’ 

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের সহকারী পুলিশ কমিশনার জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিদ্যানন্দের নামে ভুয়া পেজ খুলে অর্থ আত্মসাতের কথা স্বীকার করেছে। এসব প্রতারকদের হাত থেকে বাঁচতে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

পাকিস্তানে হামলার ব্রিফিংয়ে নেতৃত্ব দিয়ে প্রশংসা কুড়ালেন ২ নারী কর্মকর্তা

ভারত-পাকিস্তান যুদ্ধে লাভবান চীন, নাজুক অবস্থানে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত