Ajker Patrika

মির্জাপুরে বিল থেকে অজ্ঞাত বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)
Thumbnail image

মির্জাপুরে পানিতে ভাসমান এক অজ্ঞাত বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের আটঘরি চরপাড়া বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, বিকেলে আটঘরি চরপাড়া বিলের ধারে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। তৎক্ষণাৎ খবর দিলে সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

স্থানীয় কয়েকজন জানায়, শুক্রবার দুপুরে ওই লোকটিকে প্রলাপ বকতে বকতে পানি মাড়িয়ে হাঁটতে দেখা গেছে। সামনে আরও বেশি পানি আছে বলে যেতে বারণ করলেও তিনি শুনেননি। রাত পৌনে আটটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে জানা গেছে। 
 
এ প্রসঙ্গে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন ঘটনাস্থল থেকে জানান, স্থানীয়দের ভাষ্যমতে ওই লোকটি বিকৃত মস্তিষ্কের। এলাকার কেউ তাঁকে চেনে না। রাত পৌনে ৮টায় ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটির পরিচয় জানার চেষ্টা করলেও কেউ জানাতে পারেনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত