নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় রাজধানীসহ সারা দেশে প্রথম রমজান থেকে শুরু করেছে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি কার্যক্রম। আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের জন্য এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সুফিয়ান বলেন, গতকাল শুক্রবার পর্যন্ত ছয় দিনে প্রায় ৬ কোটি টাকার পণ্য বিক্রি করা হয়েছে। প্রতিদিন কোটি টাকার পণ্য বিক্রি হচ্ছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, রাজধানীতে প্রতিদিন ২৫টি স্পটে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ছাড়া ঢাকার বাইরে হাজারখানেক স্পটে পণ্য বিক্রি করা হয়েছে। গতকাল পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় ৬ কোটি টাকার ডিম, দুধ, ড্রেসড ব্রয়লার, গরুর মাংস বিক্রি হয়েছে। গতকাল পর্যন্ত রাজধানীতে প্রায় ৫২ হাজার ৪৫৩ জন ক্রেতা এসব পণ্য কিনেছেন। এর মধ্যে নারী ক্রেতা ছিলেন ২৭ হাজার ৩০৮ জন, পুরুষ ক্রেতা ২৫ হাজার ১৪৫ জন।
উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নীলুফা আক্তার বলেন, দেশের মানুষের মধ্যে সুলভ মূল্যে প্রোটিনজাতীয় খাদ্যপণ্যের সরবরাহ বাড়াতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এই কার্যক্রম হাতে নিয়েছে। এসব পণ্য ক্রয়ে সারা দেশের নারীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
সাংবাদিকদের জন্য এই কার্যক্রম শুরু করায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারকে ধন্যবাদ জানিয়ে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, এই ধরনের মানবিক কার্যক্রম যত বাড়ানো যাবে, দেশের মানুষ তত উপকৃত হবে। রমজান মাসে প্রোটিনজাতীয় পণ্যের যে সংকট তৈরি হয়, তা এবার হয়নি। এটি অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত পরিকল্পনার অংশ।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছিলেন, পবিত্র রমজান উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কম দামে দুধ, ডিম ও মাংস বিক্রি করা হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, রোজায় ড্রেসড ব্রয়লার মুরগির মাংস প্রতি কেজি ২৫০ টাকায়, পাস্তুরিত দুধ লিটারপ্রতি ৮০ টাকা, ডিম ডজনপ্রতি ১১৪ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা দরে বিক্রি করা হবে। প্রতিদিন কমপক্ষে ৬০ হাজার পিস ডিম, ৬ হাজার লিটার পাস্তুরিত দুধ, ২ হাজার কেজি ড্রেসড ব্রয়লার ও দুই থেকে আড়াই হাজার কেজি গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় রাজধানীসহ সারা দেশে প্রথম রমজান থেকে শুরু করেছে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি কার্যক্রম। আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের জন্য এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সুফিয়ান বলেন, গতকাল শুক্রবার পর্যন্ত ছয় দিনে প্রায় ৬ কোটি টাকার পণ্য বিক্রি করা হয়েছে। প্রতিদিন কোটি টাকার পণ্য বিক্রি হচ্ছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, রাজধানীতে প্রতিদিন ২৫টি স্পটে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ছাড়া ঢাকার বাইরে হাজারখানেক স্পটে পণ্য বিক্রি করা হয়েছে। গতকাল পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় ৬ কোটি টাকার ডিম, দুধ, ড্রেসড ব্রয়লার, গরুর মাংস বিক্রি হয়েছে। গতকাল পর্যন্ত রাজধানীতে প্রায় ৫২ হাজার ৪৫৩ জন ক্রেতা এসব পণ্য কিনেছেন। এর মধ্যে নারী ক্রেতা ছিলেন ২৭ হাজার ৩০৮ জন, পুরুষ ক্রেতা ২৫ হাজার ১৪৫ জন।
উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নীলুফা আক্তার বলেন, দেশের মানুষের মধ্যে সুলভ মূল্যে প্রোটিনজাতীয় খাদ্যপণ্যের সরবরাহ বাড়াতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এই কার্যক্রম হাতে নিয়েছে। এসব পণ্য ক্রয়ে সারা দেশের নারীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
সাংবাদিকদের জন্য এই কার্যক্রম শুরু করায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারকে ধন্যবাদ জানিয়ে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, এই ধরনের মানবিক কার্যক্রম যত বাড়ানো যাবে, দেশের মানুষ তত উপকৃত হবে। রমজান মাসে প্রোটিনজাতীয় পণ্যের যে সংকট তৈরি হয়, তা এবার হয়নি। এটি অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত পরিকল্পনার অংশ।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছিলেন, পবিত্র রমজান উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কম দামে দুধ, ডিম ও মাংস বিক্রি করা হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, রোজায় ড্রেসড ব্রয়লার মুরগির মাংস প্রতি কেজি ২৫০ টাকায়, পাস্তুরিত দুধ লিটারপ্রতি ৮০ টাকা, ডিম ডজনপ্রতি ১১৪ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা দরে বিক্রি করা হবে। প্রতিদিন কমপক্ষে ৬০ হাজার পিস ডিম, ৬ হাজার লিটার পাস্তুরিত দুধ, ২ হাজার কেজি ড্রেসড ব্রয়লার ও দুই থেকে আড়াই হাজার কেজি গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীপুর গ্রামের নয় বছর বয়সী শিশু রায়হান হোসেন। আজ থেকে আড়াই বছর আগে নিখোঁজ হয়েছিল সে। হন্যে হয়ে খুঁজে পায়নি তার পরিবার। অবশেষে রেলওয়ে পুলিশের সহযোগীতায় মা খুঁজে পেয়ে রায়হান।
১ ঘণ্টা আগেকুড়িগ্রামের সদর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে যুবদলের কর্মীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের রায়পুর বাজারে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেগাজীপুরের কালিয়াকৈরে দিনদুপুরে প্রবাসীকে আটকে ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আজ বুধবার দুপুরে কালিয়াকৈর-ধামরাই সড়কের সাহেববাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসী জাকির হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দিয়েছেন।
২ ঘণ্টা আগেসাভারের আশুলিয়ায় বৃষ্টির পানিতে ডুবে থাকা নালায় লেগুনা উল্টে দুই পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। আজ বুধবার সন্ধ্যায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে