Ajker Patrika

‘দেশে চিকিৎসা ভালো, রোগ নির্ণয়ও ভালো’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১৮: ৩৭
‘দেশে চিকিৎসা ভালো, রোগ নির্ণয়ও ভালো’

পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ও সচিব আবুল কালাম আজাদ বলেছেন, ‘দেশে চিকিৎসাব্যবস্থা অনেক ভালো। প্রাথমিকভাবে রোগ নির্ণয়ের ব্যবস্থাও আছে। কিন্তু মানুষের মাঝে সচেতনতার অভাব রয়েছে।’ 

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জরায়ুমুখের ক্যানসার সচেতন দিবস ও সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্যানসার শনাক্তে কর্মক্ষেত্র ও আন্তরিকতায় অনেক সমস্যা আছে বলেও উল্লেখ করেন তিনি। 

স্বাস্থ্যব্যবস্থায় উন্নতি হলেও স্বাস্থ্য নীতিমালা এখনো অসম্পূর্ণ উল্লেখ করে পরিকল্পনা কমিশনের সাবেক এই সদস্য বলেন, ‘আমরা কারও বুদ্ধি নিতে চাই না। নিজেরা যা বুঝি তা-ই। এভাবে চললে আসলে কোনো কার্যকরী নীতিমালা তৈরি সম্ভব না।’ 

অনুষ্ঠানে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ইপিডেমিওলজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, ‘আমি জোর দিয়ে বলছি, ক্যানসার স্ক্রিনিংয়ে দেশে এখন পর্যন্ত জাতীয় কোনো কর্মসূচি নেই। জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে যে স্ক্রিনিং প্রোগ্রাম চলছে তা অসংগঠিত, অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ।’ 

হাবিবুল্লাহ তালুকদার আরও বলেন, ‘আমি পদে থাকা অবস্থায় যথাসাধ্য চেষ্টা করেছি। কিন্তু নীতিনির্ধারকদের বোঝাতে পারিনি। জরায়ুমুখ ক্যানসার শনাক্তকরণের যে গতি, তাতে আগামী ১০০ বছরেও ২০ শতাংশ মানুষকে আওতায় আনা সম্ভব হবে না। 

‘উন্নয়নশীল দেশগুলোতেও তিন ধরনের ক্যানসার স্ক্রিনিং প্রোগ্রাম করা সম্ভব। ব্রেস্ট, সারভাইভাল ও ওরাল ক্যানসার। আমাদের দেশে ওরাল ক্যানসার স্ক্রিনিংয়ের নামগন্ধও নেই।’ 

ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসারের (আইএআরসি) তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর নতুন করে আট হাজারের বেশি নারীর জরায়ুমুখের ক্যানসার শনাক্ত হয়। এমনকি স্তন ক্যানসারের পরই শনাক্ত ও মৃত্যুর দিক থেকে জরায়ুমুখের ক্যানসারের স্থান। 

জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে কিশোরীদের টিকার আওতায় আনতে হবে। এ সময় জরায়ুমুখের ক্যানসার রোধে ৯ থকে ১৪ বছর বয়সী কিশোরীদের দুই ডোজ টিকা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বিশেষজ্ঞরা। 

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. টি এ চৌধুরী, বিএসএমএমইউর গাইনি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. লতিফা শামসুদ্দিন, গাইনি অনকোলোজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. সাবেরা খাতুন ও জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হালিদা হানুম আক্তার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত