Ajker Patrika

কালিহাতীতে কোটি টাকার হেরোইন জব্দ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
কালিহাতীতে কোটি টাকার হেরোইন জব্দ

টাঙ্গাইলের কালিহাতীতে এক কেজি ১০০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। যার আনুমানিক মূল্য এক কোটি দশ লাখ টাকা। 

আজ বুধবার বিকেল চারটায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আনিসুজ্জামান, অর্ডন্যান্স এবং এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানির একটি চৌকস দল উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডের ইউনিক ডিজিটাল হসপিটালের সামনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ তিন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত চারটি মোবাইল জব্দ করা হয়। র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এ বিষয়ে কালিহাতী থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সারণি ৮ (গ) / ৪১ ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত