Ajker Patrika

শিক্ষক নিয়োগ: ৩৫ ঊর্ধ্ব ১৬৫ জনকে আবেদনের সুযোগ দিতে নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ২০: ১১
Thumbnail image

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৩৫ বছরের ঊর্ধ্বে থাকা ১৬৫ প্রার্থীকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ২০২২ সালে জারিকৃত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী বয়সসীমা আবেদনকারীদের অনুকূলে নির্ধারণ কেন করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। 

এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের বেঞ্চ ৮ এপ্রিল এই আদেশ দেন। 

আবেদনকারীদের আইনজীবী মো. শাহীনুজ্জামান শাহীন আজ বুধবার আদেশের বিষয়টি গণমাধ্যমকে জানান। তিনি বলেন, ‘আজ (বুধবার) ওই আদেশের লিখিত অনুলিপি পেয়েছি আমরা। আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ্ মঞ্জুরুল হক। সঙ্গে ছিলেন শাহীনুজ্জামান শাহীন ও মোহাম্মদ আলী।’ 

আইনজীবী শাহীন বলেন, এনটিআরসিএ কর্তৃপক্ষ প্রতিবছর শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে থাকে। এ পরীক্ষায় উত্তীর্ণরা শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদনের সুযোগ পান। কিন্তু ১৭তম শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ সালে শুরু হলেও ২০২৩ সালের ডিসেম্বরে ফলাফল প্রকাশিত হয়। এনটিআরসিএ কর্তৃপক্ষ এর আগেও বয়সের বিষয়টি ছাড় দিয়ে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত