নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ গ্রহণ ও দায়িত্ব দেওয়ার দাবিতে গত ১৪ মে থেকে আন্দোলন চলছে। আজ সকাল থেকেই শুরু হয়েছে অবস্থান কর্মসূচি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ডিএসসিসির নগর ভবনের মূল ফটকের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করছে ডিএসসিসির শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও ইশরাক হোসেনের সমর্থকেরা।
সকাল ১১টায় সরেজমিন দেখা যায়, নগর ভবনের বাইরের ফটক বন্ধ। ভেতরের ফটকের সামনের সিঁড়িতে ‘ঢাকাবাসী’ ব্যানারে ইশরাক হোসেনের কয়েকশ সমর্থক অবস্থান করছেন। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নানা স্লোগান দিচ্ছেন তাঁরা।
আন্দোলনকারীরা বলেন, ১০ মাস ধরে দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র নেই। ঢাকাবাসী নাগরিক সুবিধা যথাযথভাবে পাচ্ছে না। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেটের মাধ্যমে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়েছে। কিন্তু স্থানীয় সরকার উপদেষ্টা জোর করে তাঁর ক্ষমতা ব্যবহার করছেন। ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো ও মেয়রের দায়িত্ব পালনের ব্যবস্থা করছেন না।
এদিকে আজও ডিএসসিসির স্বাভাবিক কাজ বন্ধ আছে। এ নিয়ে ২০ দিন ধরে বর্জ্য ব্যবস্থাপনাসহ জরুরি কয়েকটি সেবা কার্যক্রম ছাড়া সব কাজ বন্ধ। তবে ভেতরে ব্যাংকের কার্যক্রম চলছে। সকাল থেকে ডিএসসিসির সেবাপ্রার্থী তেমন কাউকে দেখা যায়নি। আর ডিএসসিসির কিছু কর্মকর্তা কর্মচারীকে অলস সময় কাটাতে দেখা যায় নগর ভবনে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু আজকের পত্রিকাকে বলেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেটের পরও স্থানীয় সরকারের উপদেষ্টা সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা করে ইশরাক হোসেনকে শপথ পাঠ করাচ্ছেন না। ঢাকাবাসীর দুর্ভোগের কথা তিনি অনুধাবন করছেন না। আমরা চাই, দ্রুতই ইশরাক হোসেনকে শপথ পাঠ করিয়ে দায়িত্ব বুঝিয়ে দিক।
আন্দোলনের বিষয়ে তিনি বলেন, দুপুরে জনতার মেয়র ইশরাক হোসেন এসে জাতির সামনে কথা বলবেন। তাঁর নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী আমাদের করণীয় ঠিক করব।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ সংক্রান্ত আদেশের কপি নির্বাচন কমিশনে পৌঁছেছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
ইশরাক হোসেনের শপথ আটকাতে আপিল বিভাগে যে আবেদন করা হয়েছিল, ২৯ মে তা পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির সবশেষ নির্বাচন হয়। তাতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস।
গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়র ঘোষণা করে।
এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু তাকে যেন শপথ পড়ানো না হয় সে জন্য গত ১৪ মে হাই কোর্টে রিট আবেদন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ।
অন্যদিকে ইশরাককে শপথ পড়ানোর দাবিতে ওই দিনই আন্দোলন শুরু করেন তার সমর্থকেরা। তাদের আন্দোলনে দুই সপ্তাহ ধরে কার্যত অচল হয়ে আছে নগর ভবন।
আইনি জটিলতার কথা বলে স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনো ইশরাককে শপথ পড়ানোর আয়োজন করেনি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেন ইশরাক।
তাঁর সমর্থকদের আন্দোলনের মধ্যে ‘শপথ না দেওয়ার নির্দেশনা চেয়ে’ দায়ের করা রিট আবেদনটি ২২ মে সরাসরি খারিজ করে দেয় হাই কোর্ট।
রিটকারীর এ ধরনের রিট করার এখতিয়ার না থাকার যুক্তিতে আবেদনটি খারিজ করেন হাইকোর্ট।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রিটকারী আইনজীবী। আবেদনে হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া হয়।
সেই লিভ টু আপিলের শুনানি করে গত বৃহস্পতিবার (২৯ মে) আপিল বিভাগ বিষয়টি পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেন।
এই জটিলতায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করে সর্বোচ্চ আদালত বলেছেন, নির্বাচন কমিশন এ ক্ষেত্রে তার সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ গ্রহণ ও দায়িত্ব দেওয়ার দাবিতে গত ১৪ মে থেকে আন্দোলন চলছে। আজ সকাল থেকেই শুরু হয়েছে অবস্থান কর্মসূচি। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ডিএসসিসির নগর ভবনের মূল ফটকের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করছে ডিএসসিসির শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও ইশরাক হোসেনের সমর্থকেরা।
সকাল ১১টায় সরেজমিন দেখা যায়, নগর ভবনের বাইরের ফটক বন্ধ। ভেতরের ফটকের সামনের সিঁড়িতে ‘ঢাকাবাসী’ ব্যানারে ইশরাক হোসেনের কয়েকশ সমর্থক অবস্থান করছেন। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নানা স্লোগান দিচ্ছেন তাঁরা।
আন্দোলনকারীরা বলেন, ১০ মাস ধরে দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র নেই। ঢাকাবাসী নাগরিক সুবিধা যথাযথভাবে পাচ্ছে না। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেটের মাধ্যমে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়েছে। কিন্তু স্থানীয় সরকার উপদেষ্টা জোর করে তাঁর ক্ষমতা ব্যবহার করছেন। ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো ও মেয়রের দায়িত্ব পালনের ব্যবস্থা করছেন না।
এদিকে আজও ডিএসসিসির স্বাভাবিক কাজ বন্ধ আছে। এ নিয়ে ২০ দিন ধরে বর্জ্য ব্যবস্থাপনাসহ জরুরি কয়েকটি সেবা কার্যক্রম ছাড়া সব কাজ বন্ধ। তবে ভেতরে ব্যাংকের কার্যক্রম চলছে। সকাল থেকে ডিএসসিসির সেবাপ্রার্থী তেমন কাউকে দেখা যায়নি। আর ডিএসসিসির কিছু কর্মকর্তা কর্মচারীকে অলস সময় কাটাতে দেখা যায় নগর ভবনে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু আজকের পত্রিকাকে বলেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেটের পরও স্থানীয় সরকারের উপদেষ্টা সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা করে ইশরাক হোসেনকে শপথ পাঠ করাচ্ছেন না। ঢাকাবাসীর দুর্ভোগের কথা তিনি অনুধাবন করছেন না। আমরা চাই, দ্রুতই ইশরাক হোসেনকে শপথ পাঠ করিয়ে দায়িত্ব বুঝিয়ে দিক।
আন্দোলনের বিষয়ে তিনি বলেন, দুপুরে জনতার মেয়র ইশরাক হোসেন এসে জাতির সামনে কথা বলবেন। তাঁর নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী আমাদের করণীয় ঠিক করব।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ সংক্রান্ত আদেশের কপি নির্বাচন কমিশনে পৌঁছেছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
ইশরাক হোসেনের শপথ আটকাতে আপিল বিভাগে যে আবেদন করা হয়েছিল, ২৯ মে তা পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির সবশেষ নির্বাচন হয়। তাতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস।
গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়র ঘোষণা করে।
এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু তাকে যেন শপথ পড়ানো না হয় সে জন্য গত ১৪ মে হাই কোর্টে রিট আবেদন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ।
অন্যদিকে ইশরাককে শপথ পড়ানোর দাবিতে ওই দিনই আন্দোলন শুরু করেন তার সমর্থকেরা। তাদের আন্দোলনে দুই সপ্তাহ ধরে কার্যত অচল হয়ে আছে নগর ভবন।
আইনি জটিলতার কথা বলে স্থানীয় সরকার মন্ত্রণালয় এখনো ইশরাককে শপথ পড়ানোর আয়োজন করেনি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেন ইশরাক।
তাঁর সমর্থকদের আন্দোলনের মধ্যে ‘শপথ না দেওয়ার নির্দেশনা চেয়ে’ দায়ের করা রিট আবেদনটি ২২ মে সরাসরি খারিজ করে দেয় হাই কোর্ট।
রিটকারীর এ ধরনের রিট করার এখতিয়ার না থাকার যুক্তিতে আবেদনটি খারিজ করেন হাইকোর্ট।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রিটকারী আইনজীবী। আবেদনে হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া হয়।
সেই লিভ টু আপিলের শুনানি করে গত বৃহস্পতিবার (২৯ মে) আপিল বিভাগ বিষয়টি পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেন।
এই জটিলতায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করে সর্বোচ্চ আদালত বলেছেন, নির্বাচন কমিশন এ ক্ষেত্রে তার সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি।
ব্যবসায়ীরা জানান, আগের মতো এখন আর খাল-বিল, নদীনালা আগের মতো নেই। পানি সংকটের কারণে নৌকার ব্যবহার কমেছে। পাশাপাশি মানুষের ক্রয়ক্ষমতাও হ্রাস পেয়েছে। ফলে আগের তুলনায় কম দামে বিক্রি করতে হচ্ছে, যাতে লাভ তো দূরের কথা, পুঁজি তুলে আনা কষ্টকর হয়ে পড়েছে।
১০ মিনিট আগেগণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ জুলাই শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কাছে এ সংক্রান্ত যদি কোনো প্রকার তথ্য থাকে, তবে তা ২৩ জুলাইয়ের মধ্যে লিখিত আকারে তদন্ত কমিটির আহ্বায়কের কাছে জানানোর জন্
৪২ মিনিট আগেভোলার চরফ্যাশনে প্রথমবারের মতো বস্তায় আদা চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকেরা। বন্যা, লোনা পানি ও জমির সংকটের কারণে যখন অনেকেই চাষাবাদ থেকে পিছিয়ে পড়ছেন, তখন কম খরচে, কম জায়গায়, ঝুঁকিমুক্তভাবে আদা চাষ কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
৪৪ মিনিট আগেমোহাম্মদপুর এলাকাসহ আশপাশে সাম্প্রতিক সময়ে ছিনতাই ও সন্ত্রাসী তৎপরতা বেড়ে যাওয়ায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে, মোহাম্মদপুরের মোহাম্মাদিয়া হাউজিং এলাকায় একটি কিশোর গ্যাং দেশীয় অস্ত্রসহ ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে।
১ ঘণ্টা আগে