Ajker Patrika

মায়ের কোল থেকে শিশুকে তুলে নিয়ে আদর করতে করতে পালিয়ে গেলেন নারী

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১৮: ১৭
মাদারীপুর হাসপাতাল থেকে চুরি যাওয়া সন্তানের শোকে কাঁদছেন মা সুমি আক্তার। ছবি: আজকের পত্রিকা
মাদারীপুর হাসপাতাল থেকে চুরি যাওয়া সন্তানের শোকে কাঁদছেন মা সুমি আক্তার। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুর জেলা হাসপাতাল থেকে ছয় মাস বয়সী এক শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে ষষ্ঠ তলার শিশু ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে।

চুরি যাওয়া আব্দুর রহমান সদর উপজেলার মহিষের চরের পাকা মসজিদ এলাকার সুমন মুন্সি ও সুমি আক্তার দম্পতি সন্তান। হাসপাতাল, পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, সুমনের মেজো সন্তান জামিলা আক্তারকে তিন দিন আগে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ দুপুরে মা সুমি হাসপাতালে বসেই বড় সন্তান জান্নাতকে খাওয়াচ্ছিলেন।

এ সময় গোলাপি রঙের বোরকা পরা এক নারী এসে সুমির কোল থেকে ছোট সন্তান আব্দুর রহমানকে নিজের কোলে নেন। তিনি শিশুটিকে আদর করতে করতে একপর্যায়ে হাসপাতালের বারান্দায় যান। পরে মায়ের চোখ ফাঁকি দিয়ে শিশুটিকে নিয়ে পালিয়ে যান। অনেক খোঁজাখুঁজির করে শিশুটিকে না পেয়ে পুলিশে জানানো হয়।

হাসপাতালের বাইরের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বোরকা পরা এক নারী আব্দুর রহমানকে কোলে নিয়ে ইজিবাইকে করে হাসপাতাল থেকে চলে যাচ্ছেন।

শিশুটির মা সুমি বলেন, ‘আমার আদরের সন্তানকে কোলে নিয়ে এভাবে ওই নারী পালিয়ে যাবে, বুঝতে পারিনি। চোখের পলকেই এই ঘটনা ঘটেছে। আমি আমার সন্তানকে ফেরত এবং ওই অপরাধীর বিচার চাই।’

বাবা সুমন বলেন, ‘আমি কাজে ছিলাম। আমার ছেলেকে চুরি করে নিয়ে গেছে—এই খবর পেয়ে হাসপাতালে আসি। অনেক খোঁজাখুঁজি করেও ছেলেকে ফিরে পাইনি। আমি আমার সন্তানকে ফেরত চাই। আর এই চক্রের সঙ্গে জড়িতদের বিচার চাই।’

শিশুটির আত্মীয় সাইদুর রহমান খান অভিযোগ করেন, হাসপাতালে নিরাপত্তার অভাব। ফ্লোরের কোথায়ও কোনো সিসিটিভি ক্যামেরা নেই। থাকলে অপরাধীকে শনাক্ত করা যেত। শুধু হাসপাতালের নিচতলায় সড়কে একটি ক্যামেরা আছে। সেখানে দেখা যায়, বোরকা পরা এক নারী ইজিবাইকে করে আব্দুর রহমানকে নিয়ে যাচ্ছেন।

এ ব্যাপারে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, ‘খবর পেয়েছি, হাসপাতাল থেকে এক শিশু চুরি হয়েছে। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। এরই মধ্যে পুলিশের একাধিক টিম কাজ করছে। এই চক্রে যে বা যারাই জড়িত আছে, সবাইকে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত