নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে করা মামলায় বুয়েট শিক্ষক ড. নিখিল রঞ্জন ধরকে আবারও কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ৫ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এরপর মামলাটি বিচারের জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্থানান্তর করা হয়। আজ আসামিদের উপস্থিতির জন্য দিন ধার্য ছিল। কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করা হয়। অন্যদিকে মামলাটি বদলির জন্য নতুন আদালতে স্থানান্তরিত হওয়ায় প্রথা অনুযায়ী আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে ড. নিখিল জামিন আবেদন করেন। আদালত আবেদন না মঞ্জুর করে ড. নিখিলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি নিখিল রঞ্জন ধরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আরেকটি আদালত। ওই দিন আদালত ২০২১ সালের নভেম্বরে ব্যাংক নিয়োগের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেন।
গত ৩১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক শামীম আহমেদ আদালতে সম্পূরক অভিযোগ পত্র (চার্জশিট) দাখিল করেন। অবশ্য গত বছরের ১৬ নভেম্বর এই তদন্ত কর্মকর্তা অধ্যাপক নিখিলকে মামলা থেকে অব্যাহতি দিয়ে চার্জশিট দাখিল করেন।
২০২১ সালের ৬ নভেম্বর ৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় এ পর্যন্ত ৫ ব্যাংকার ও আহসানউল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩ কর্মকর্তাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর মধ্যে ৮ জনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে প্রশ্নপত্র ফাঁসের দায় স্বীকার করেছেন।
২০২১ সালের ৬ নভেম্বর আহসানউল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিয়োগ পরীক্ষার আয়োজন করে। পরীক্ষা শেষ হওয়ার আগেই উত্তরসহ প্রশ্নপত্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংক তাৎক্ষণিক কোনো তদন্ত ছাড়াই প্রশ্নফাঁসের অভিযোগটি উপেক্ষা করে। পরে বিভিন্ন গণমাধ্যমে প্রশ্নফাঁসের খবর প্রকাশিত হওয়ায় পরীক্ষা বাতিল করা হয়। পরে ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে মামলা দায়ের করে।
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে করা মামলায় বুয়েট শিক্ষক ড. নিখিল রঞ্জন ধরকে আবারও কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ৫ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এরপর মামলাটি বিচারের জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্থানান্তর করা হয়। আজ আসামিদের উপস্থিতির জন্য দিন ধার্য ছিল। কারাগারে থাকা আসামিদের আদালতে হাজির করা হয়। অন্যদিকে মামলাটি বদলির জন্য নতুন আদালতে স্থানান্তরিত হওয়ায় প্রথা অনুযায়ী আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে ড. নিখিল জামিন আবেদন করেন। আদালত আবেদন না মঞ্জুর করে ড. নিখিলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি নিখিল রঞ্জন ধরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আরেকটি আদালত। ওই দিন আদালত ২০২১ সালের নভেম্বরে ব্যাংক নিয়োগের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেন।
গত ৩১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক শামীম আহমেদ আদালতে সম্পূরক অভিযোগ পত্র (চার্জশিট) দাখিল করেন। অবশ্য গত বছরের ১৬ নভেম্বর এই তদন্ত কর্মকর্তা অধ্যাপক নিখিলকে মামলা থেকে অব্যাহতি দিয়ে চার্জশিট দাখিল করেন।
২০২১ সালের ৬ নভেম্বর ৫ ব্যাংকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় এ পর্যন্ত ৫ ব্যাংকার ও আহসানউল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩ কর্মকর্তাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর মধ্যে ৮ জনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে প্রশ্নপত্র ফাঁসের দায় স্বীকার করেছেন।
২০২১ সালের ৬ নভেম্বর আহসানউল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিয়োগ পরীক্ষার আয়োজন করে। পরীক্ষা শেষ হওয়ার আগেই উত্তরসহ প্রশ্নপত্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংক তাৎক্ষণিক কোনো তদন্ত ছাড়াই প্রশ্নফাঁসের অভিযোগটি উপেক্ষা করে। পরে বিভিন্ন গণমাধ্যমে প্রশ্নফাঁসের খবর প্রকাশিত হওয়ায় পরীক্ষা বাতিল করা হয়। পরে ব্যাংক কর্তৃপক্ষ এ বিষয়ে মামলা দায়ের করে।
বেলা পৌনে ১২টায় ঢাকা কলেজের একদল শিক্ষার্থী ধানমন্ডি ২ নম্বর সড়কের পাশে সিটি কলেজের সামনে অবস্থান নিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। অন্যদিকে সিটি কলেজের ভেতর থেকে কিছু শিক্ষার্থী ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ সড়ক থেকে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সরিয়ে সিটি কলেজের সামনে অবস্থান নিয়ে পরিস্থিতি...
২৭ মিনিট আগেরাজশাহীতে এক ব্যক্তির চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে সাড়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছিল রিকশাচালকের যোগসাজশে। পুলিশ মো. মাসুম (৩০) নামের ওই রিকশাচালককে গ্রেপ্তার করেছে। তিনি ছিনতাই কাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
৪৩ মিনিট আগেযশোরের দুঃখ হিসেবে পরিচিত ভবদহ এলাকার জলাবদ্ধ সমস্যার স্থায়ী সমাধানে পরিদর্শন করলেন মন্ত্রণালয়ের তিন উপদেষ্টা। আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে ভবদহ স্লুইসগেট ২১ ভেন্ট এলাকা পরিদর্শন করেন তাঁরা।
১ ঘণ্টা আগেগাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত করা বিপুল পরিমাণ সরকারি ওষুধ স্টোরে পড়ে থেকে মেয়াদোত্তীর্ণ হয়ে নষ্ট হওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
১ ঘণ্টা আগে