গাজীপুর প্রতিনিধি
গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীদা আক্তার জসুদাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ২টায় গাজীপুর মহানগরীর উত্তর ছায়াবীথি এলাকায় তাঁর ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে জয়দেবপুর থানার পুলিশ।
আটক শাহীদা আক্তার জসুদা গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার শান্তি চরনের মেয়ে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালীম জসুদাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জয়দেবপুর থানা এলাকায় একটি মিছিলে হামলার করে শিশুকে পঙ্গু করার মামলার এজাহারভুক্ত আসামি শাহীদা আক্তার জসুদা।
পুলিশ সূত্রে জানা যায়, তিনি মহিলা আওয়ামী লীগের নেত্রীর হওয়ার সুবাদে ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ছিলেন। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের ওপর হামলার ঘটনায় একটি শিশু আহত হওয়ার মামলার এজাহারভুক্ত আসামি। আওয়ামী লীগের সময়ে তিনি স্থানীয় বিভিন্ন গার্মেন্টস কারখানা থেকে জুট ব্যবসা করতেন।
ওসি আব্দুল হালীম বলেন, ‘মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসুদা আওয়ামী লীগের সময়ে ঝুটের ব্যবসা করতেন। তিনি সদস্য ছিলেন। গোপন সূত্রে আমরা জানতে পারি, নারায়ণগঞ্জের মেয়র আইভী গ্রেপ্তারের পর গার্মেন্টস শিল্পে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে তিনি অর্থায়ন করছেন এবং শ্রমিক বিক্ষোভে ইন্ধন দিচ্ছেন। এ ছাড়া ৫ আগস্ট-পরবর্তী সময়ে কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরি ভাঙচুর এবং শ্রমিকদের উসকানি দেওয়ার সঙ্গে তাঁর সম্পৃক্ত থাকার তথ্য আমাদের কাছে আছে।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রাথমিকভাবে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় বিজ্ঞ আদালতে তাঁকে হাজির করব। পরে তাঁর বিরুদ্ধে প্রাপ্ত তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে রিমান্ড চাওয়া হবে।
গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীদা আক্তার জসুদাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ২টায় গাজীপুর মহানগরীর উত্তর ছায়াবীথি এলাকায় তাঁর ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে জয়দেবপুর থানার পুলিশ।
আটক শাহীদা আক্তার জসুদা গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার শান্তি চরনের মেয়ে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালীম জসুদাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জয়দেবপুর থানা এলাকায় একটি মিছিলে হামলার করে শিশুকে পঙ্গু করার মামলার এজাহারভুক্ত আসামি শাহীদা আক্তার জসুদা।
পুলিশ সূত্রে জানা যায়, তিনি মহিলা আওয়ামী লীগের নেত্রীর হওয়ার সুবাদে ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ছিলেন। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের ওপর হামলার ঘটনায় একটি শিশু আহত হওয়ার মামলার এজাহারভুক্ত আসামি। আওয়ামী লীগের সময়ে তিনি স্থানীয় বিভিন্ন গার্মেন্টস কারখানা থেকে জুট ব্যবসা করতেন।
ওসি আব্দুল হালীম বলেন, ‘মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসুদা আওয়ামী লীগের সময়ে ঝুটের ব্যবসা করতেন। তিনি সদস্য ছিলেন। গোপন সূত্রে আমরা জানতে পারি, নারায়ণগঞ্জের মেয়র আইভী গ্রেপ্তারের পর গার্মেন্টস শিল্পে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে তিনি অর্থায়ন করছেন এবং শ্রমিক বিক্ষোভে ইন্ধন দিচ্ছেন। এ ছাড়া ৫ আগস্ট-পরবর্তী সময়ে কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরি ভাঙচুর এবং শ্রমিকদের উসকানি দেওয়ার সঙ্গে তাঁর সম্পৃক্ত থাকার তথ্য আমাদের কাছে আছে।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রাথমিকভাবে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় বিজ্ঞ আদালতে তাঁকে হাজির করব। পরে তাঁর বিরুদ্ধে প্রাপ্ত তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে রিমান্ড চাওয়া হবে।
গাজীপুরের শ্রীপুরে মিথ্যা মামলার ভয়ে বনজঙ্গল ও মানুষের বাড়িতে আত্মগোপনে থেকে মানবেতর জীবন যাপন করছেন দুই ভাই। তাঁদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করছেন আপন চাচা। আজ বুধবার বিকেলে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী দুই ভাইয়ের বাবা আবুল হোসেন।
১৫ মিনিট আগেরাজশাহীতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে। সর্বশেষ ২০২৪ সালে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ২৬ দশমিক ৯ বিলিয়ন ডলার। বিশ্বের ১৭৩টি দেশে থাকা ১ কোটি ২০ লাখ প্রবাসী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
২২ মিনিট আগেজাতীয় সংসদে নারীদের জন্য ১০০ আসন চায় উইমেন এন্ট্রাপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে ওয়েব সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল সাংবাদিকদের এ কথা বলেন।
২৩ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মধ্যে যাত্রীবাহী এক বাস উল্টে গেছে। এতে নারী-পুরুষসহ ১০ জন যাত্রী আহত হন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে