Ajker Patrika

আন্দোলনে চট্টগ্রাম শুল্ক ভবন অচল: কমিশনার জাকির বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৫: ৫৮
মো. জাকির হোসেন। ছবি: সংগৃহীত
মো. জাকির হোসেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির সময় চট্টগ্রাম কাস্টমস হাউস তালাবদ্ধ রাখায় তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক এই ব্যবস্থা নেওয়া হয়।

গতকাল মঙ্গলবার এই প্রজ্ঞাপন জারি করা হয়। জাকির হোসেনকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।

এর আগে ১ জুলাই আজকের পত্রিকায় চট্টগ্রাম কাস্টমস নিয়ে ‘নজিরবিহীন কর্মবিরতি, তোপের মুখে কাস্টমস’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

এদিকে এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সরকারের ‘নির্দেশনা অমান্য করে’ কাস্টমস হাউস বন্ধ রাখায় জাকির হোসেনের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কর্মকর্তা মো. জাকির হোসেন ২১ ও ২৮ জুন তারিখে কর্মস্থলে উপস্থিত হননি। অথচ এর আগে ১৮ জুন এনবিআর এক আদেশে ২৮ জুনের সাপ্তাহিক ছুটি বাতিল করে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন। তিনি সেই নির্দেশ অমান্য করে চট্টগ্রাম কাস্টমস হাউস শনিবার ও রোববার বন্ধ রেখে আমদানি-রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি করায় তাঁর বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সরকারি চাকরি (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৮ এর ধারা ৩৯ (১)-এর কথা বলা হয়। সাময়িকভাবে বরখাস্তের পাশাপাশি তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।’

মো. জাকির হোসেন বরখাস্ত হওয়ার পর ওই পদে কাস্টমসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তফছির উদ্দিন ভুঁঞাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত