টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীর তুরাগ পাড়ে গত ৪ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শেষ হয়েছে। চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা রয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের কাছ থেকে ময়দান বুঝে নেন তাবলিগ জামাতের মুরব্বি (সাদপন্থী) ডা. মোহাম্মদ আব্দুস সালাম।
এর আগে মাওলানা যোবায়েরপন্থী ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি প্রকৌশলী মাহফুজ হান্নানের কাছ থেকে ময়দান বুঝে নেন গাজীপুরের ডিসি।
সাদপন্থী ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, ‘আজ বিকেলে আমাদের মুরব্বিরা ময়দান বুঝে নিয়েছেন। বিভিন্ন নজমের সাথিরা জামাতবন্দী হয়ে ময়দানে আসতে শুরু করেছেন। আজ রাত থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা ময়দানে আসতে শুরু করবেন। ময়দানে এখনো পরিচ্ছন্নতার কাজ করছে গাজীপুর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা।’
সাদপন্থী ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ‘গাজীপুর জেলা প্রশাসকের উপস্থিতিতে ইজতেমা ময়দান বুঝে নিয়েছি। ময়দানে ময়লা-আবর্জনার স্তূপ রয়েছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে এ পর্বের আয়োজনে মুসল্লিদের সমস্যায় পড়তে হবে। তা ছাড়া আমাদের সঙ্গে বারবার প্রতারণা করা হচ্ছে। আমাদের কোনোবারই প্রথম ধাপের ইজতেমা আয়োজন করতে দেওয়া হচ্ছে না। আমরা এটির সমাধান চাই।’
মোহাম্মদ আব্দুস সালাম শীর্ষ মুরব্বি মাওলানা সাদ প্রসঙ্গে বলেন, ‘আমরা সরকারের কাছে আবেদন করেছি। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। সরকার উদ্যোগ নিলে মাওলানা সাদ দ্বিতীয় ধাপে ইজতেমায় অংশ নেবেন।’
এ সময় উপস্থিত ছিলেন ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি ড. রেজাউল করিম, প্রকৌশলী শাহ মোহাম্মদ মহিবুল্লাহ, হাজী মনির, শাহেদ সুলেমান প্রমুখ।
গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) মো. আব্দুল হান্নান বলেন, ‘সিটি করপোরেশনের কয়েক শ পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। আগামী বৃহস্পতিবারের আগেই ইজতেমা ময়দানের সব বর্জ্য পরিষ্কার করা সম্ভব হবে।’
জানতে চাইলে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দ্বিতীয় ধাপের ইজতেমা আয়োজক কমিটির (সাদপন্থী) প্রতিনিধির কাছে ময়দান হস্তান্তর করা হয়েছে। প্রথম ধাপের মতোই দ্বিতীয় ধাপের ইজতেমা পরিচালনায় আমরা আয়োজক কমিটির পাশে থাকব। তা ছাড়া ইজতেমা সুষ্ঠুভাবে পরিচালনা করতে অন্যান্য দপ্তরের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।’
গাজীপুরের টঙ্গীর তুরাগ পাড়ে গত ৪ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শেষ হয়েছে। চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হওয়ার কথা রয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের কাছ থেকে ময়দান বুঝে নেন তাবলিগ জামাতের মুরব্বি (সাদপন্থী) ডা. মোহাম্মদ আব্দুস সালাম।
এর আগে মাওলানা যোবায়েরপন্থী ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি প্রকৌশলী মাহফুজ হান্নানের কাছ থেকে ময়দান বুঝে নেন গাজীপুরের ডিসি।
সাদপন্থী ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, ‘আজ বিকেলে আমাদের মুরব্বিরা ময়দান বুঝে নিয়েছেন। বিভিন্ন নজমের সাথিরা জামাতবন্দী হয়ে ময়দানে আসতে শুরু করেছেন। আজ রাত থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা ময়দানে আসতে শুরু করবেন। ময়দানে এখনো পরিচ্ছন্নতার কাজ করছে গাজীপুর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা।’
সাদপন্থী ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ‘গাজীপুর জেলা প্রশাসকের উপস্থিতিতে ইজতেমা ময়দান বুঝে নিয়েছি। ময়দানে ময়লা-আবর্জনার স্তূপ রয়েছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে এ পর্বের আয়োজনে মুসল্লিদের সমস্যায় পড়তে হবে। তা ছাড়া আমাদের সঙ্গে বারবার প্রতারণা করা হচ্ছে। আমাদের কোনোবারই প্রথম ধাপের ইজতেমা আয়োজন করতে দেওয়া হচ্ছে না। আমরা এটির সমাধান চাই।’
মোহাম্মদ আব্দুস সালাম শীর্ষ মুরব্বি মাওলানা সাদ প্রসঙ্গে বলেন, ‘আমরা সরকারের কাছে আবেদন করেছি। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। সরকার উদ্যোগ নিলে মাওলানা সাদ দ্বিতীয় ধাপে ইজতেমায় অংশ নেবেন।’
এ সময় উপস্থিত ছিলেন ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি ড. রেজাউল করিম, প্রকৌশলী শাহ মোহাম্মদ মহিবুল্লাহ, হাজী মনির, শাহেদ সুলেমান প্রমুখ।
গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) মো. আব্দুল হান্নান বলেন, ‘সিটি করপোরেশনের কয়েক শ পরিচ্ছন্নতাকর্মী কাজ করছেন। আগামী বৃহস্পতিবারের আগেই ইজতেমা ময়দানের সব বর্জ্য পরিষ্কার করা সম্ভব হবে।’
জানতে চাইলে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দ্বিতীয় ধাপের ইজতেমা আয়োজক কমিটির (সাদপন্থী) প্রতিনিধির কাছে ময়দান হস্তান্তর করা হয়েছে। প্রথম ধাপের মতোই দ্বিতীয় ধাপের ইজতেমা পরিচালনায় আমরা আয়োজক কমিটির পাশে থাকব। তা ছাড়া ইজতেমা সুষ্ঠুভাবে পরিচালনা করতে অন্যান্য দপ্তরের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।’
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আছিয়া বেগম (৮৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। এক নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে এ সংঘর্ষ হয়। আছিয়া বেগম ওই গ্রামের মৃত আফার উদ্দিনের স্ত্রী।
৩৬ মিনিট আগেঠাকুরগাঁওয়ে গবাদিপশুর ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৭২টি গরু। গত প্রায় দুই মাসে এ গরুগুলোর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার পাঁচটি উপজেলায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮০টি গরু।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মধুপুরের চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। প্রচন্ড গরমে কাঁঠাল পেকে যাওয়ায় বাজারে এ ফলের আধিক্য বেড়েছে। তবে রোদ-বৃষ্টির সাথে সাথে কাঁঠালের দাম ওঠা-নামা করায় বিপাকে পড়েছেন ব্যবসায়িরা। তবে কাঁঠালের দাম নাগালের মধ্যে থাকায় ভোক্তারা খুশি।
১ ঘণ্টা আগেগাইবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে তিস্তা নদীর ওপর নির্মাণ করা হয়েছে তিস্তা সেতু। নদীর নামের সঙ্গে মিলয়েই এ নামকরণ করা হয়েছে। এখন শুধু অপেক্ষা সেতুটি উদ্বোধনের। সেতুটি দিয়ে যান চলাচল শুরু করলেই গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের যাতায়াত আরও সহজ হবে। এলাকার উৎপাদিত পণ্য সারা দেশে...
২ ঘণ্টা আগে