Ajker Patrika

ঈদ সামনে রেখে পদ্মা নদীতে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩ 

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৬: ০৪
ঈদ সামনে রেখে পদ্মা নদীতে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩ 

ঈদ সামনে রেখে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদীতে সক্রিয় হয়ে উঠেছে চাঁদাবাজ চক্র। নদীতে চাঁদাবাজির তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় সময় উপজেলার সিডারচর পদ্মা নদী থেকে তাঁদের গ্রেপ্তার করে পদ্মা সেতু দক্ষিণ থানাধীন মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির একটি দল। 

গ্রেপ্তার তিন ব্যক্তি হলেন মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার শামুর বাড়ি গ্রামের হোসেম মাদবরের ছেলে রুবেল মাদবর (৩০), তাঁর ভাই আল আমিন (২২) এবং একই গ্রামের কুরবান ঢালীর ছেলে মাসুম ঢালী (৪০)। 

মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. জসীম উদ্দিন বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে জাজিরা থানায় মামলা দায়ের করেছেন। 

পরিদর্শক জসীম উদ্দিন বলেন, ‘সিডারচর এলাকায় একটি ইঞ্জিনচালিত ট্রলারে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে শ্রমিকদের কাছ থেকে টাকা আদায় করছে তিন চাঁদাবাজ এমন খবরে ঘটনাস্থলে পৌঁছাই। পুলিশের উপস্থিতি দেখে তাঁরা পালানোর চেষ্টা করেন। তাঁদের আটক করতে সক্ষম হই।’ 

জসীম উদ্দিন আরও বলেন, ‘চাঁদাবাজদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার, একটি চাপাতি, একটি ছুরি ও নগদ ৮০০ টাকা জব্দ করি। তাদের বিরুদ্ধে জাজিরা থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। তাদের বিরুদ্ধে লৌহজং থানায় চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত