Ajker Patrika

রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলে আতঙ্কিত হবেন না: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলে আতঙ্কিত হবেন না: ডিএমপি

রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও তাদের মতাদর্শী কয়েকটি সংগঠন ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে তাদের কার্যক্রমে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি।

আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে ডিএমপি এই আহ্বান জানায়।

ডিএমপি জানায়, সাম্প্রতিক সময়ে এসব সংগঠনের সদস্যরা পুলিশের গতিবিধি অনুসরণ করে হঠাৎ কোনো এলাকায় গাড়ি থেকে নেমে দু-এক মিনিটের জন্য মিছিল করে দ্রুত স্থানত্যাগ করছেন। পরে সেসব মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তাঁরা নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাৎক্ষণিকভাবে এই দুর্বৃত্তদের গ্রেপ্তার করা সম্ভব না হলেও পরবর্তী সময়ে ভিডিও ও ছবি বিশ্লেষণ করে অনেককে শনাক্ত করে আইনের আওতায় আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জনবিচ্ছিন্ন ও বেআইনি এসব সংগঠনের অপতৎপরতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে এসব বিচ্ছিন্ন কর্মকাণ্ড নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত