Ajker Patrika

আদালত অবমাননা আইন বাতিলে হাইকোর্টের রায় প্রকাশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আদালত অবমাননা আইন বাতিলে হাইকোর্টের রায় প্রকাশ 

আদালত অবমাননা আইন-২০১৩ বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সাক্ষরের পর ৩৮ পৃষ্ঠার ওই পূর্ণাঙ্গ অনুলিপি বুধবার হাতে পেয়েছেন বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী মনজিল মোরসেদ।

মনজিল মোরসেদ জানান, আদালত রায়ে বলেছেন—মনে হয় নির্দিষ্ট একটি গ্রুপকে আদালত অবমাননার দায় হতে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আইনটি প্রণয়ন করা করা হয়েছে।

এতে বলা হয়, সংবিধানের ১০৮ অনুচ্ছেদ অনুসারে যেকোনো নাগরিক আদালতের রায় অমান্য করলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আদালত শাস্তি দিতে পারেন। অনুচ্ছেদ ১১২ অনুসারে রাষ্ট্রের সব কর্তৃপক্ষ, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগীয় ব্যক্তিরা সুপ্রিম কোর্টের কাজে সাহায্য করবে। সংবিধানে উক্ত নির্দেশনা থাকা সত্ত্বেও আদালত অবমাননা আইনের বেশ কিছু ধারায় সংবিধানের ওই নির্দেশনাকে অগ্রাহ্য করা হয়েছে। এ ছাড়া সংবিধানে আইনের দৃষ্টিতে সবাই সমান এবং একই প্রতিকার পাওয়ার বিধান থাকলেও কিছু ধারা বিশেষ ব্যক্তিদের সুরক্ষা দিয়েছে। এসব কারণে আদালত অবমাননা আইনের ওই ধারাগুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং বৈষম্যমূলক।

রায়ে আরও বলা হয়, ২০১৩ সালের আইনের ৪,৫, ৬,৭, ৯,১০, ১১ ও ১৩ (২) ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তা বাতিল। আর উল্লেখিত মূল ধারাগুলো না থাকলে আইনের অন্যান্য বিষয়গুলো অপ্রয়োজনীয় হয়ে যায়। সে কারণে ‘আদালত অবমাননা আইন-২০১৩’ সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করা হলো। সেই সঙ্গে রায়ে ১৯২৬ সালের আদালত অবমাননা আইন পূর্ণ বহাল করা হয় বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ।

২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে আদালত অবমাননা আইন, ২০১৩ পাস হয়। পরে একই বছরের ২৫ মার্চ নতুন আইনের ৪,৫, ৬,৭, ৯,১০, ১১ ও ১৩ (২) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দুই আইনজীবী হাইকোর্টে রিট করলে ওই সময় রুল জারি করা হয়। ওই রুলের চূড়ান্ত শুনানি ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর রায় ঘোষণা করেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

যাচ্ছিলেন বিয়ের দিন-তারিখ ঠিক করতে, গণপিটুনিতে প্রাণ হারালেন জামাই-শ্বশুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত