Ajker Patrika

পিএসও লাইসেন্স পেল ওএসএসএল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পিএসও লাইসেন্স পেল ওএসএসএল

প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান অপটিমাম সলিউশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডকে (ওএসএসএল) পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) হিসেবে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে দেশের অভ্যন্তরে ইজি পেমেন্ট সিস্টেম (ইপিএস) ব্র্যান্ড নামে ব্যক্তি এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আর্থিক লেনদেন সংক্রান্ত পরিষেবা প্রদান করতে পারবে। ডিজিটাল ফিন্যান্সিয়াল ইকোসিস্টেমে নতুন দিগন্ত উন্মোচনে ইপিএসের মূল প্রতিপাদ্য হবে—সকল লেনদেনের সহজ সমাধান। 

মঙ্গলবার (২৩শে আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। দেশের সকল তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহীদের কাছে সার্কুলারটি পাঠানো হয়েছে। 

পিএসডি পরিচালক স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ৭ (এ) (ই) ধারার ক্ষমতাবলে জারিকৃত ‘বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস রেগুলেশন-২০১৪’ অনুসারে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ‘অপটিমাম সলিউশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডকে’ অত্র বিভাগের পিএসডি/এডিসি অ্যান্ড এল (ওএসএসএল)/২০/২০২২-১৯০২ নম্বর পত্রে বর্ণিত শর্তসাপেক্ষে দেশের অভ্যন্তরে ‘Easy Payment System (EPS)’ ব্র্যান্ড নামে পেমেন্ট সিস্টেম অপারেটর হিসেবে লাইসেন্স প্রদান করা হয়েছে। 

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এখন পর্যন্ত ইপিএসসহ মোট সাতটি প্রতিষ্ঠানকে পেমেন্ট সিস্টেম অপারেটর হিসেবে লাইসেন্স প্রদান করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত