Ajker Patrika

তদন্তই সার! সব সেবা চালুর অনুমতি পেল সেন্ট্রাল হাসপাতাল

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ২১: ২৪
তদন্তই সার! সব সেবা চালুর অনুমতি পেল সেন্ট্রাল হাসপাতাল

ছয় শর্তে রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালের অপারেশন থিয়েটারসহ (ওটি) অন্যান্য কার্যক্রম চালু করার অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রায় দুই মাস বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার এই অনুমোদন দেওয়া হলো।

নবজাতকসহ মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় গত ১৬ জুন থেকে সেন্ট্রাল হাসপাতালের অস্ত্রোপচারসহ বিভিন্ন সেবা কার্যক্রম বন্ধ রাখা হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনকসমূহ) ডা. মো. হাবিবুল আহসান তালুকদারের সই করা চিঠিতে যেসব শর্ত দেওয়া হয়েছে—
১. সেন্ট্রাল হাসপাতালে কনসালট্যান্সি সেবাদানকারী বিশেষজ্ঞ চিকিৎসকদের নাম, বিশেষজ্ঞ সেবার বিষয় এবং সেবা মূল্য উল্লেখ করে তালিকা দৃশ্যমান জায়গায় প্রদর্শন করতে হবে। 

২. হাসপাতালে সেবা নিতে আসা সব রোগীর সিরিয়াল এবং বিশেষজ্ঞ সেবার তথ্যের জন্য হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন তথ্যকেন্দ্র থাকতে হবে। 

৩. আইসিইউতে প্রতিদিনই ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। 

৪. এনআইসিইউতে ২৪ ঘণ্টা ৭ দিন বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। 

৫. আগামী এক বছর সিজারিয়ান সেকশন, নরমাল ডেলিভারির সব তথ্য প্রতি মাসে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠাতে হবে। 

৬. আগামী এক বছর প্রতি মাসে আইসিইউ এবং এনআইসিইউতে ভর্তি রোগীর তথ্য স্বাস্থ্য অধিদপ্তরে পাঠাতে হবে। 

অধিদপ্তরের চিঠিতে আরও বলা হয়েছে, আগামী এক বছর সব কার্যক্রম পর্যবেক্ষণে রাখা হবে। এসব নির্দেশ পালনে ব্যত্যয় ঘটলে হাসপাতাল পরিচালনায় বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

এর আগে গত ২১ জন মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। গত ৩ আগস্ট কমিটি মৃত্যুর ঘটনায় সেন্ট্রাল হাসপাতাল, সংযুক্তা সোনাসহ আরও দুই চিকিৎসক এবং মৃতের স্বামীকে দায়ী করে প্রতিবেদনে দাখিল করে। এবং সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা অনুসারে গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক চিকিৎসক মো. শামিউল ইসলাম আরেকটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতাল এবং চিকিৎসক সংযুক্তা সাহারা বিরুদ্ধে মাহবুবা রহমান আঁখির চিকিৎসায় অবহেলার অভিযোগ এবং গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে হাসপাতালের অবকাঠামো, জনবল, যন্ত্রপাতি ও চিকিৎসা পদ্ধতিতে কোনো অসামঞ্জস্য রয়েছে কি না তা যথাযথভাবে যাচাই করতে বলেন।

তবে একাধিক তদন্তের পরও মাহবুবা রহমান আঁখি ও তাঁর নবজাতকের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের কোনো সাজা না দিয়েই বিষয়টি হাসপাতালের কার্যক্রম চালুর অনুমতি দিল সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত