Ajker Patrika

ডুবে যাওয়ার আগে হাত তুলে ইশারা করেছিলেন ডুবুরি, ২৭ ঘণ্টা পর মিলল মরদেহ 

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
Thumbnail image

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে জিও ব্যাগ পর্যবেক্ষণে নেমে নিখোঁজ হন আমান উল্লাহ (২৫) নামে একজন ডুবুরি। নিখোঁজের ২৭ ঘণ্টা পর আজ বুধবার ঘটনাস্থল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আমান উল্লাহ খুলনা জেলার রুপসা উপজেলার দোয়াড়া এলাকার খান রজ্জব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য। 

তিনি বলেন, ‘গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১২টায় ডুবুরি আমান উল্লাহ নদীতে ফেলা জিও ব্যাগ যথাযথভাবে ফেলা হয়েছে কি না, দেখার জন্য অক্সিজেন মাস্কসহ যাবতীয় সরঞ্জাম নিয়ে নদীতে নেমে পড়ে। প্রায় ১৫ মিনিট পর আমান উল্লাহ ভেসে উঠে সাহায্যের জন্য হাত উঁচু করলে নদীর পাড়ে থাকা অপর ডুবুরি জাহিদ পানিতে নামে। কিন্তু ততক্ষণে আমান উল্লাহ পানিতে তলিয়ে যায়।’ 

তিনি আরও বলেন, ‘এর প্রায় প্রায় ২৭ ঘণ্টা পরে ঘটনাস্থলের ৭ কিলোমিটার দূর থেকে আজ লাশটি উদ্ধার করা হয়। লাশ শনাক্তসহ যাবতীয় কাজ প্রক্রিয়াধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত