Ajker Patrika

কালিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
কালিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিগঞ্জের জামালপুর এলাকার চান্দেরবাগ বালিয়া ভিটা মাদ্রাসার পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মো. শরিফ (৩৫)।

আজ মঙ্গলবার বিকেলে এ মরদেহ উদ্ধার করে থানা-পুলিশ।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শরীফ উপজেলার জামালপুর ইউনিয়নের চান্দেরবাগ এলাকার মো. হাফিজ উদ্দিনের ছেলে।

ওসি মো. মাহাতাব উদ্দিন বলেন, নিহত শরীফ গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলেও তাঁর হদিস পাওয়া যায়নি। বালিয়া ভিটা মাদ্রাসার পাশে লাশ পড়ে থাকতে দেখে সাধারণ মানুষ পুলিশকে জানায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি বলেন, অধিকতর তদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত