নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গার্মেন্টস শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করা এবং ছুটিকালীন আর্থিক সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো। আজ বৃহস্পতিবার রাজধানীর প্রেসক্লাবে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ‘ম্যাটারনিটি সুবিধা নিয়ে গার্মেন্টস মালিকদের রক্ত শোষণ এবং সরকারের মালিক তোষণ নীতি-এর প্রতিবাদ’ শীর্ষক আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন। তিনি বলেন, ৪২ লাখ গার্মেন্টস শ্রমিক দেশের মোট রপ্তানি আয়ের ৮৩ শতাংশ পূরণ করে। এই শ্রমিকদের মধ্যে ৩০ লাখই নারী। অথচ পাবলিক সেক্টরে ৬ মাস ম্যাটারনিটি ছুটি ৬ মাস থাকলেও গার্মেন্টস ও প্রাইভেট সেক্টরে ম্যাটারনিটি ছুটি ৪ মাস। এক দেশে এ ধরনের বৈষম্য চলতে পারে না।
তিনি আরও বলেন, ‘শ্রম মন্ত্রণালয় গত ২৫ আগস্ট ম্যাটারনিটি ছুটির আগের মাসের মজুরিকে গড় মজুরি ধরে আর্থিক সুবিধা দেওয়ার প্রজ্ঞাপন জারি করে। এটা বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক। এই প্রজ্ঞাপন বাতিল করে ম্যাটারনিটি ছুটি ৬ মাস করার পাশাপাশি ছুটির সব সুবিধা নিশ্চিত করতে হবে।’
একতা গার্মেন্টস ফেডারেশনের সহসভাপতি বলেন, আমাদের দাবি আদায়ে সোচ্চার হতে হবে। নারী শ্রমিকদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে। নইলে কঠোর আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের বাবুল আকতার, একতা গার্মেন্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান, স্কপ এর কো সমন্বয়কারী আহসান হাবিব বুলবুলসহ অন্যরা।
গার্মেন্টস শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করা এবং ছুটিকালীন আর্থিক সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো। আজ বৃহস্পতিবার রাজধানীর প্রেসক্লাবে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ‘ম্যাটারনিটি সুবিধা নিয়ে গার্মেন্টস মালিকদের রক্ত শোষণ এবং সরকারের মালিক তোষণ নীতি-এর প্রতিবাদ’ শীর্ষক আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন। তিনি বলেন, ৪২ লাখ গার্মেন্টস শ্রমিক দেশের মোট রপ্তানি আয়ের ৮৩ শতাংশ পূরণ করে। এই শ্রমিকদের মধ্যে ৩০ লাখই নারী। অথচ পাবলিক সেক্টরে ৬ মাস ম্যাটারনিটি ছুটি ৬ মাস থাকলেও গার্মেন্টস ও প্রাইভেট সেক্টরে ম্যাটারনিটি ছুটি ৪ মাস। এক দেশে এ ধরনের বৈষম্য চলতে পারে না।
তিনি আরও বলেন, ‘শ্রম মন্ত্রণালয় গত ২৫ আগস্ট ম্যাটারনিটি ছুটির আগের মাসের মজুরিকে গড় মজুরি ধরে আর্থিক সুবিধা দেওয়ার প্রজ্ঞাপন জারি করে। এটা বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক। এই প্রজ্ঞাপন বাতিল করে ম্যাটারনিটি ছুটি ৬ মাস করার পাশাপাশি ছুটির সব সুবিধা নিশ্চিত করতে হবে।’
একতা গার্মেন্টস ফেডারেশনের সহসভাপতি বলেন, আমাদের দাবি আদায়ে সোচ্চার হতে হবে। নারী শ্রমিকদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে। নইলে কঠোর আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের বাবুল আকতার, একতা গার্মেন্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান, স্কপ এর কো সমন্বয়কারী আহসান হাবিব বুলবুলসহ অন্যরা।
চেক জালিয়াতির মামলায় হাজির না হওয়ায় আসামি মোসলেম উদ্দিনের অনুপস্থিতিতেই রায় দিয়েছিলেন আদালত। দোষী সাব্যস্ত করে তাঁকে দেওয়া হয়েছিল এক বছরের কারাদণ্ড। পাশাপাশি জরিমানা করা হয় ৬০ লাখ টাকা। এ দণ্ড মাথায় নিয়েই সাত বছর লাপাত্তা ছিলেন তিনি।
২ ঘণ্টা আগেগোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে বাস ও ট্রাকের অন্তত ১৫ জন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বেদম প্রহার করেছেন শিক্ষক। এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভাইরাল)। গতকাল বৃস্পতিবার বিকেল থেকে ছড়িয়ে পড়া ভিডিওটি ৩৫ সেকেন্ডের। এর মধ্যে প্রথম ২৩ সেকেন্ড পর্যন্ত শিশুটিকে মারতে দেখা গেছে শিক্ষককে। ওই ২৩ সেকেন্ডে শিশুটিকে ২১ বার
২ ঘণ্টা আগে