নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী ও কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য হাসানুল হক ইনু এবং তাঁর স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই গোপালগঞ্জ-২ আসনের সাবেক এমপি শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
আজ রোববার সাংবাদিকদের এ তথ্য জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি বলেন, এই অর্থকে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’-এর মাধ্যমে প্রাপ্ত বলে অভিযোগে বলা হয়েছে।
ইনুর বিরুদ্ধে দায়ের মামলার এজাহার বলা হয়েছে, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৪ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৫০৭ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন হাসানুল ইনু। এ ছাড়া ৪টি ব্যাংক হিসাবে ১১ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ১৯ টাকা সন্দেহজনক লেনদেন করেছেন তিনি।
অপর মামলায় হাসানুল ইনু ও তাঁর স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে ১ কোটি ৪৯ লাখ ৮৫ হাজার ৭৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক তথ্যমন্ত্রীর অসদুপায়ে উপার্জিত অর্থ দিয়ে তাঁর স্ত্রী সম্পদশালী হয়েছেন।
দুদক মহাপরিচালক বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতর মাধ্যমে ১ হাজার ৩০০ কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারের কাছ থেকে কমিশন নিয়ে কার্যাদেশ দেওয়ার অভিযোগ রয়েছে। এই বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক।
গত বছরের ২০ আগস্ট শেখ সেলিম ও তাঁর পরিবারের ৯১টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের হিসাব তলব করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী ও কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য হাসানুল হক ইনু এবং তাঁর স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই গোপালগঞ্জ-২ আসনের সাবেক এমপি শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
আজ রোববার সাংবাদিকদের এ তথ্য জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি বলেন, এই অর্থকে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’-এর মাধ্যমে প্রাপ্ত বলে অভিযোগে বলা হয়েছে।
ইনুর বিরুদ্ধে দায়ের মামলার এজাহার বলা হয়েছে, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৪ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৫০৭ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন হাসানুল ইনু। এ ছাড়া ৪টি ব্যাংক হিসাবে ১১ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ১৯ টাকা সন্দেহজনক লেনদেন করেছেন তিনি।
অপর মামলায় হাসানুল ইনু ও তাঁর স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে ১ কোটি ৪৯ লাখ ৮৫ হাজার ৭৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক তথ্যমন্ত্রীর অসদুপায়ে উপার্জিত অর্থ দিয়ে তাঁর স্ত্রী সম্পদশালী হয়েছেন।
দুদক মহাপরিচালক বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতর মাধ্যমে ১ হাজার ৩০০ কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারের কাছ থেকে কমিশন নিয়ে কার্যাদেশ দেওয়ার অভিযোগ রয়েছে। এই বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক।
গত বছরের ২০ আগস্ট শেখ সেলিম ও তাঁর পরিবারের ৯১টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের হিসাব তলব করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রমজান মাসে রাস্তাঘাট অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান হয়।
৪ মিনিট আগেকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রশ্ন ফাঁসের ঘটনার প্রমাণ নষ্ট করার অভিযোগসহ পাঁচ দাবি জানিয়েছেন ওই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
৭ মিনিট আগেবিচারিক আদালতের রায় বহাল রাখায় সন্তোষ প্রকাশ করে আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন বলেন, ‘যদিও আমি জানি, রায়ের পরে আমার যেমন কষ্ট হচ্ছে, যাঁরা আসামির মা, তাঁদেরও কষ্ট হবে। কারণ, কোনো মা-বাবা তাঁদের সন্তানকে সন্ত্রাসী হওয়ার জন্য পাঠাননি। সেই মা-বাবাদের কথা ভেবে আমারও কষ্ট হচ্ছে। তাঁরাও আমার মতো তাঁদের
১৫ মিনিট আগেদিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট শাপলা চত্বরে একই সময়ে উপজেলা বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে দিনভর নানা নাটকীয়তা ও উত্তেজনা দেখা গেছে। দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে। এ সময় আজ রোববার দুপুর পর্যন্ত অধিকাংশ দোকানপাট বন্ধ দেখা যায়। বেলা ২টার দিকে পরিস্থিতি স্বাভাবি
২৬ মিনিট আগে