Ajker Patrika

রাজধানীতে জাটকা ও জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৩: ৫৯
রাজধানীতে জাটকা ও জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নিষিদ্ধ জাটকা ও জেলিযুক্ত চিংড়ি সংরক্ষণ ও বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকালে যাত্রাবাড়ীর সিটি করপোরেশন মার্কেটের শাকবাজার মাছের আড়তে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

দুপুরে এ তথ্য জানান র‍্যাব-১০-এর অপারেশন অফিসার আমিনুল ইসলাম। 

তিনি বলেন, সোমবার গভীর রাত থেকে আজ সকাল পর্যন্ত র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‍্যাব-১০-এর সমন্বয়ে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সিটি করপোরেশন মার্কেটের শাকবাজার মাছের আড়তে একটি ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। আড়তটিতে জাটকা ইলিশ ও জেলিযুক্ত চিংড়ি সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে চারজন মাছ ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। 

এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ৬ লাখ ৩০ হাজার ৫০০ টাকা মূল্যের ১ হাজার ১৭০ কেজি জাটকা ইলিশ ও ৬৫ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করে। জব্দ করা জাটকা ইলিশ বিনা মূল্যে এতিমখানায় দান করা হয়েছে এবং জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি। 

সাজাপ্রাপ্ত ব্যবসায়ীর মধ্যে মো. শামীম হোসেনকে নগদ ৫০ হাজার, মো. সবুর গাজীকে নগদ ৫০ হাজার, অতুল কৃষ্ণ দাসকে নগদ ৫০ হাজার, মো. আবু বক্করকে নগদ ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত