Ajker Patrika

সেই খেলার মাঠের দেয়াল সংস্কার করছে ইজারাদার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৮: ১৮
Thumbnail image

কোরবানির ঈদের আগে রাজধানীর তেজগাঁওয়ের পলিটেকনিক খেলার মাঠ পশুর হাটের জন্য ইজারা দিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পশুর হাট করার পর বেহাল দশা হয়ে গিয়েছিল খেলার মাঠের অবস্থা। মাঠের উত্তর পাশে দেয়াল ভেঙে করা হয়েছিল পশুর হাটের গেট। ঈদের কয়েক দিন পরও সেই দেয়াল ভাঙা পড়ে থাকতে দেখা গেছে। মাঠে ছড়িয়ে-ছিটিয়ে ছিল ইট, বাঁশ ও পশুবর্জ্য।

গত শনিবার (১৬ জুলাই) আজকের পত্রিকায় ‘পশুর হাটের ক্ষত খেলার মাঠে’ শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে ডিএনসিসি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্দেশে রোববার (১৭ জুলাই) থেকে পশুর হাটের ইজারাদার মাঠটির ভাঙা দেয়াল সংস্কারের উদ্যোগ নেয়।

আজ সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠটির ভাঙা দেয়াল সংস্কারে কাজ করছেন তিনজন রাজমিস্ত্রি। রাজমিস্ত্রির সর্দার এনায়েত হোসেন ভূঞা আজকের পত্রিকাকে জানান, তারা দুই দিন ধরে ভাঙা দেয়াল সংস্কারের কাজ করছেন। সোমবারের মধ্যেই কাজটি শেষ হবে।

ভাঙা দেয়াল মেরামত করে দিচ্ছে ইজারাদারমাঠের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বর্জ্য অপসারণ করতে দেখা গেছে সিটি করপোরেশনের কয়েকজন পরিচ্ছন্নতা কর্মীকে। পরিচ্ছন্নতা কর্মী মোহাম্মদ বাদশা জানান, ইজারাদার কোনো বর্জ্য অপসারণ করেননি। মাঠটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে তারা গত দুই দিন ধরে কাজ করছেন।

তেজগাঁও পলিটেকনিক পশুর হাটের ইজারাদার মোহাম্মদ হোসেন খান বলেন, ‘সিটি করপোরেশন ইজারা দেওয়ার সময় শর্ত দিয়েছিল হাট শেষে মাঠ যেন আগের অবস্থায় ফিরিয়ে দিই। কয়েক দিন দেরি হলেও, আমরা মাঠ ঠিক করতে কাজ করছি।’

এ বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘মাঠকে খেলার উপযোগী করে দেওয়ার জন্য ইজারাদারকে নির্দেশ দিয়েছি। তারা কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত