নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চেক ডিজঅনার মামলায় সাদ-মুসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন ও তাঁর স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আপিল বিভাগ।
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। সেইসঙ্গে এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৯ জুলাই দিন ধার্য করা হয়েছে।
প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী মো. খুরশীদ আলম খান আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তার কাছে (সাদ-মুসা গ্রুপ) সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি পাওনা রয়েছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের। আর প্রিমিয়ার ব্যাংকের ৭টি মামলায় মোট ৪৬৪ কোটি টাকার চেক ডিজঅনার হয়েছে। তবে এই মামলাটি ছিল ৫ কোটি ১৬ লাখ টাকার।’
খুরশীদ আলম খান বলেন, এর আগে আপিল বিভাগ ৬ জুনের মধ্যে ৫ কোটি টাকা পরিশোধ করতে বলেছিলেন। তবে বৃহস্পতিবার টাকা না দিয়ে আবারও সময় আবেদন করেন তার আইনজীবী। আদালত ৯ জুলাই পর্যন্ত সময় দিলেও সে পর্যন্ত বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন।
ম্যাজিস্ট্রেট কোর্ট এবং দায়রা আদালত তাকে বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দিয়েছিলো। তবে হাইকোর্ট তা ৬ মাসের জন্য স্থগিত করেন। পরে মামলা চেম্বার আদালত হয়ে আপিল বিভাগে আসে।
১৯৮২ সালে পোশাক খাত দিয়ে ব্যবসা শুরু করে চট্টগ্রামভিত্তিক সাদ–মুসা গ্রুপ। নব্বইয়ের দশকে টেক্সটাইল ব্যবসার বিনিয়োগ শুরু করে তারা। ব্যাংক থেকে ঋণ নিয়ে গড়ে তোলে চট্টগ্রাম ফেব্রিক্স বোর্ড লিমিটেড, সাদ-মুসা ফেব্রিক্স লিমিটেড, এমএ রহমান ডাইয়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সাদ-মুসা হোম টেক্সটাইল অ্যান্ড ক্লথিং লিমিটেডসহ একাধিক রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠান।
চেক ডিজঅনার মামলায় সাদ-মুসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন ও তাঁর স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আপিল বিভাগ।
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। সেইসঙ্গে এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৯ জুলাই দিন ধার্য করা হয়েছে।
প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী মো. খুরশীদ আলম খান আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘তার কাছে (সাদ-মুসা গ্রুপ) সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি পাওনা রয়েছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের। আর প্রিমিয়ার ব্যাংকের ৭টি মামলায় মোট ৪৬৪ কোটি টাকার চেক ডিজঅনার হয়েছে। তবে এই মামলাটি ছিল ৫ কোটি ১৬ লাখ টাকার।’
খুরশীদ আলম খান বলেন, এর আগে আপিল বিভাগ ৬ জুনের মধ্যে ৫ কোটি টাকা পরিশোধ করতে বলেছিলেন। তবে বৃহস্পতিবার টাকা না দিয়ে আবারও সময় আবেদন করেন তার আইনজীবী। আদালত ৯ জুলাই পর্যন্ত সময় দিলেও সে পর্যন্ত বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন।
ম্যাজিস্ট্রেট কোর্ট এবং দায়রা আদালত তাকে বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দিয়েছিলো। তবে হাইকোর্ট তা ৬ মাসের জন্য স্থগিত করেন। পরে মামলা চেম্বার আদালত হয়ে আপিল বিভাগে আসে।
১৯৮২ সালে পোশাক খাত দিয়ে ব্যবসা শুরু করে চট্টগ্রামভিত্তিক সাদ–মুসা গ্রুপ। নব্বইয়ের দশকে টেক্সটাইল ব্যবসার বিনিয়োগ শুরু করে তারা। ব্যাংক থেকে ঋণ নিয়ে গড়ে তোলে চট্টগ্রাম ফেব্রিক্স বোর্ড লিমিটেড, সাদ-মুসা ফেব্রিক্স লিমিটেড, এমএ রহমান ডাইয়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সাদ-মুসা হোম টেক্সটাইল অ্যান্ড ক্লথিং লিমিটেডসহ একাধিক রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠান।
ঠাকুরগাঁও সদর উপজেলার এক কিশোরীকে অপহরণের ৫০ দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় মো. রিয়াদ (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার উদ্ধার কিশোরী ও অভিযুক্ত যুবককে আদালতে হাজির করে পুলিশ। পরে কিশোরীর জবানবন্দি রেকর্ড করেন বিচারক।
২ মিনিট আগেবিগত সরকারের একজন দলীয় সেক্রেটারি ছিলেন নোয়াখালীর। সে অর্থে নোয়াখালীতে কোনো উন্নয়ন হয়নি। তবে ভবিষ্যতে যদি এনসিপি কখনো সরকার গঠন করে, তাহলে উন্নয়নের প্রথম ইট নোয়াখালীতে গাঁথা হবে।
৭ মিনিট আগেমুন্সিগঞ্জের লৌহজং উপজেলার তালতলা-ডহুরী খালে বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ঘাসভোগ এলাকায় স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ঘাসভোগের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
১০ মিনিট আগেপঞ্চগড়ে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যে করা ২৮টি মিথ্যা মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলার আসামির সংখ্যা ছিল তিন হাজারেরও বেশি। আদালতের রায় অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিরা এখন সম্পূর্ণভাবে মুক্ত। এর ফলে আসামিদের পরিবারে স্বস্তি ফিরেছে।
১৩ মিনিট আগে