Ajker Patrika

ইজতেমা ময়দানে হামলা হতে পারে— প্রচার চালানো ব্যক্তি আটক: জিএমপি কমিশনার

নাঈমুল হাসান, ইজতেমা ময়দান থেকে 
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ২৭
ইজতেমা ময়দানে জিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা
ইজতেমা ময়দানে জিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

তৃতীয় ও শেষ ধাপের ইজতেমায় হামলা হতে পারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়ে। সেই প্রচার চালানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে তাঁর নাম-পরিচয় জানায়নি পুলিশ।

আজ শনিবার দুপুরে ইজতেমা ময়দানে বিদেশি খিত্তার পাশে অস্থায়ী সমন্বয় কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান ওই ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে নাজমুল করিম খান বলেন, ‘এখানে (ইজতেমা ময়দান) হামলা হতে পারে। আমরা এটিকে উড়িয়ে দিচ্ছি না। আমরা এটি নিয়ে কাজ করছি। এটি হয়তো বা ধর্মপ্রাণ মুসলমানদের ভয় দেখানোর জন্য, যাতে সমাবেশে লোকসমাগম না হয়, সে জন্য করা হতে পারে। আমি আপনাদের অনুরোধ রাখব, এটিতে ভয় পাওয়ার কিছু নাই।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘মাঠে কোনো বোম নাই, নিশ্চিতভাবেই আমরা বলতে পারি। কিন্তু এরপর কখনো ঢুকবে না, সেটি আমরা ফেলে দিতে পারি না। আমরা সে জন্য চেকপোস্ট বসিয়েছি। তবে হামলার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। আমার মনে হয় না এটি কোনো নির্ভরযোগ্য সোর্স। আমরা এটি খতিয়ে দেখব। আমরা এটি নিয়ে কাজ করছি, আমরা এটিকে কোনো হুমকি মনে করছি না। সারা দেশে যেহেতু ডেভিল হান্ট চলছে, আগেও আপনাদের বলেছি, ডেভিল হান্টকে এড়ানোর জন্য কিছু দুষ্কৃতকারী এ ইজতেমা মাঠকে ব্যবহার করতে পারে, এখানে এসে আশ্রয় নিতে পারে, এখানে এসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। সেদিকে আমাদের লক্ষ্য আছে।’

নিরাপত্তার বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আরও বলেন, ‘এখানে যারা মাঠে মুরুব্বিরা আছেন, তাঁরাও তাঁদের স্বেচ্ছাসেবী সার্ভিসের জন্য প্রচুরসংখ্যক নিরাপত্তা প্রহরী রেখেছেন, তাঁরাও নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। আশা করি, নিরাপত্তার কোনো ঘাটতি হবে না। আমরা চারদিকে লোক রেখেছি, আছে, আমরা প্রহরা রেখেছি, আমরা চেকপোস্ট রেখেছি, আমরা সিসি ক্যামেরায় লক্ষ্য রাখছি, আমরা ড্রোনের মাধ্যমে লক্ষ্য রাখছি।’

ড. নাজমুল করিম বলেন, আগামীকাল দুপুর ১২টায় আখেরি মোনাজাত হবে। গত দুই ধাপের চেয়ে এবারের ট্রাফিক ব্যবস্থাকে আরও ঢেলে সাজানো হয়েছে। বিআরটি প্রকল্পের উড়াল সেতু দিয়ে একটি লেনে যান চলাচল স্বাভাবিক থাকবে।

তবে এ বিষয়ে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, ‘ময়দানে মুসল্লিদের মধ্য থেকে প্রতিটি খিত্তায় কয়েকজন করে অতিরিক্ত নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে আলোচনা করা হচ্ছে। আশা করছি, নির্বিঘ্নে ইজতেমা পালন করতে পারব।’

আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার এবারের আসর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত