নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের ও শামীম ওসমানসহ ৬২ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আন্দোলনে নিহত মাছ ব্যবসায়ী মিলনের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
গত ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরেল মোড় থেকে মাছের আড়তে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মিলন। এ ঘটনায় অভিযুক্তদের দায়ী করে গতকাল রোববার হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, শামীম ওসমানের শ্যালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। এ ছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীসহ কয়েকজন কাউন্সিলরকেও আসামি করা হয়েছে।
মামলার তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। রোববার রাতে এই মামলাটি দায়ের করা হয় বলে জানান তিনি।
মামলার অভিযোগে বাদী শাহনাজ বেগম উল্লেখ করেন, উল্লেখিত আসামিদের নির্দেশে আন্দোলনকে পণ্ড করতে গত ২১ জুলাই দুপুর ১২টার দিকে শামীম ওসমানসহ আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করেন। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মিলন। পরে তার মরদেহ পটুয়াখালীর দুমকিতে গ্রামের বাড়িতে দাফন করা হয়।
নারায়ণগঞ্জে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের ও শামীম ওসমানসহ ৬২ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আন্দোলনে নিহত মাছ ব্যবসায়ী মিলনের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
গত ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরেল মোড় থেকে মাছের আড়তে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মিলন। এ ঘটনায় অভিযুক্তদের দায়ী করে গতকাল রোববার হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, শামীম ওসমানের শ্যালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। এ ছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীসহ কয়েকজন কাউন্সিলরকেও আসামি করা হয়েছে।
মামলার তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। রোববার রাতে এই মামলাটি দায়ের করা হয় বলে জানান তিনি।
মামলার অভিযোগে বাদী শাহনাজ বেগম উল্লেখ করেন, উল্লেখিত আসামিদের নির্দেশে আন্দোলনকে পণ্ড করতে গত ২১ জুলাই দুপুর ১২টার দিকে শামীম ওসমানসহ আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করেন। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মিলন। পরে তার মরদেহ পটুয়াখালীর দুমকিতে গ্রামের বাড়িতে দাফন করা হয়।
যশোরের চৌগাছায় পুলিশ সদস্যদের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩৬ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় বুধবার (৭ মে) বিকেলে সাতজনকে আটক করেছে যৌথ বাহিনী।
১ মিনিট আগেফরিদপুরে দেড়লাখ টাকায় বিক্রি করা ৮ মাসের শিশু তানহাকে উদ্ধারে অভিযান চালিয়েছে পুলিশ। আদালতের আদেশে ওই শিশুর মাকে নিয়ে আজ বুধবার নগরকান্দা উপজেলার ফুলসূতি ইউনিয়নে কুবাত শেখের বাড়িতে এই অভিযান চালানো হয়।
৮ মিনিট আগেরাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে আফতাব আহমেদ আবির (২০) নামের এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) অন্তর্ভুক্ত শ্রমিকদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠছে। টাকা না পেয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা এমন কাজটি করছেন বলে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে।
৩২ মিনিট আগে