নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করে সড়ক পরিবহন আইনের মামলা থেকে আসামিদের অব্যাহতি দেওয়ার অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে কর্মরত দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১০-এর বেঞ্চ সহকারী ইমরান হোসেন কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করেন।
ঢাকার আদালত সূত্রে জানা গেছে, মামলা দায়ের হওয়ার আগেই অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা কর্মস্থল থেকে পালিয়েছেন।
আজ মঙ্গলবার উপপুলিশ কমিশনার (ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ আনিসুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত দুজনই অফিসে গরহাজির রয়েছেন।’
অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা হলেন সিএমএম আদালতের মোটরযান শাখার দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ফুয়াদ উদ্দিন ও একই শাখার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আবু মুছা।
মামলার বিবরণীতে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর বেলা আড়াইটার দিকে এসআই ফুয়াদ উদ্দিন দুটি মামলার নথি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদীর কাছে উপস্থাপন করেন। কিন্তু আসামিরা উপস্থিত না থাকায় ম্যাজিস্ট্রেট কোনো পদক্ষেপ নিতে পারেননি। পরবর্তীতে ম্যাজিস্ট্রেট জানতে পারেন, তাঁর স্বাক্ষর জাল করে সড়ক পরিবহন আইনের মামলায় আসামিদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ফেরতের আদেশ সরবরাহ করা হয়েছে। এ ঘটনায় আদালত বেঞ্চ সহকারীকে মামলা করার নির্দেশ দিলে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।
মামলার এজাহারে আরও বলা হয়েছে, দীর্ঘদিন যাবৎ আদালতের মোটরযান শাখার এই দুই পুলিশ কর্মকর্তা ও তাদের সহযোগীরা দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করে এ ধরনের অপরাধ সংঘটিত করে আসছেন।
এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলামকে। তিনি আজকের পত্রিকাকে জানান, মামলার বিষয়টি এবং তাঁকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জেনেছেন। তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করে সড়ক পরিবহন আইনের মামলা থেকে আসামিদের অব্যাহতি দেওয়ার অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে কর্মরত দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ১০-এর বেঞ্চ সহকারী ইমরান হোসেন কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করেন।
ঢাকার আদালত সূত্রে জানা গেছে, মামলা দায়ের হওয়ার আগেই অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা কর্মস্থল থেকে পালিয়েছেন।
আজ মঙ্গলবার উপপুলিশ কমিশনার (ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ আনিসুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত দুজনই অফিসে গরহাজির রয়েছেন।’
অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা হলেন সিএমএম আদালতের মোটরযান শাখার দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ফুয়াদ উদ্দিন ও একই শাখার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আবু মুছা।
মামলার বিবরণীতে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর বেলা আড়াইটার দিকে এসআই ফুয়াদ উদ্দিন দুটি মামলার নথি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদীর কাছে উপস্থাপন করেন। কিন্তু আসামিরা উপস্থিত না থাকায় ম্যাজিস্ট্রেট কোনো পদক্ষেপ নিতে পারেননি। পরবর্তীতে ম্যাজিস্ট্রেট জানতে পারেন, তাঁর স্বাক্ষর জাল করে সড়ক পরিবহন আইনের মামলায় আসামিদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ফেরতের আদেশ সরবরাহ করা হয়েছে। এ ঘটনায় আদালত বেঞ্চ সহকারীকে মামলা করার নির্দেশ দিলে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।
মামলার এজাহারে আরও বলা হয়েছে, দীর্ঘদিন যাবৎ আদালতের মোটরযান শাখার এই দুই পুলিশ কর্মকর্তা ও তাদের সহযোগীরা দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করে এ ধরনের অপরাধ সংঘটিত করে আসছেন।
এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলামকে। তিনি আজকের পত্রিকাকে জানান, মামলার বিষয়টি এবং তাঁকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জেনেছেন। তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
ঘন কুয়াশায় সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহতরা রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেছেন। আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে তাঁরা পঙ্গু হাসপাতালের সামনের দুই পাশের সড়কে ব্যারিকেড দেন। আহত বেশ কয়েকজন সড়কের ওপর শুয়ে পড়েন।
২ ঘণ্টা আগেবাংলা, আরবি, হিন্দি, উর্দু ভাষায় আখেরি মোনাজাতে গোটা দুনিয়ায় পথভ্রষ্ট মুসলমানের পাপের ক্ষমা, সঠিক পথের দিশা চেয়ে এবং তাবলিগের কাজে সবাইকে নিয়োজিত হওয়ার তৌফিক কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
২ ঘণ্টা আগেচাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক এস এম জয়নাল আবেদীনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের হাজী মহসীন রোডে মেট্রো বেকারি থেকে তাঁকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ।
২ ঘণ্টা আগে