গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রোববার সকালে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেলে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।
খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। পরে প্রায় দেড় ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে যান চলাচল শুরু হয়।
শিল্প পুলিশ ও শ্রমিকেরা জানান, গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় দ্যাটস ইট পোশাক কারখানার কর্তৃপক্ষ কোনো নোটিশ না দিয়ে কারখানার ৭৬ জন শ্রমিককে ছাঁটাই করে। আজ সকালে ছাঁটাইকৃত শ্রমিকেরা অন্য দিনের মতো কাজে যোগ দিতে এলে কারখানায় প্রবেশ করতে বাধা দেওয়া হয়।
এ সময় তাঁদের প্রবেশ করতে না দেওয়ার কারণ জানতে চাইলে জানানো হয়, ইতিপূর্বে শ্রমিক আন্দোলনে অংশ নিয়েছে—এমন অভিযোগে তাঁদের ছাঁটাই করা হয়েছে। প্রতিবাদের সকাল ১০টার দিকে কারখানার ফটকে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা কারখানার অন্য শ্রমিকদেরও বিক্ষোভে যোগ দিতে আহ্বান জানান।
পরে কারখানার অন্য শ্রমিকরাও বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভে অংশ নিয়ে কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় লেনে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ৭৬ জন শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে দ্যাটস ইট কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। তাঁদের দাবিদাওয়ার বিষয়ে আগামীকাল (সোমবার) বিজিএমইএ কার্যালয়ে আলোচনা করে বিষয়টি মীমাংসা করার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকেরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। এতে ঘণ্টাখানেক পর মহাসড়কে যান চলাচল শুরু হয়।
গাজীপুরে ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রোববার সকালে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেলে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।
খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। পরে প্রায় দেড় ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে যান চলাচল শুরু হয়।
শিল্প পুলিশ ও শ্রমিকেরা জানান, গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় দ্যাটস ইট পোশাক কারখানার কর্তৃপক্ষ কোনো নোটিশ না দিয়ে কারখানার ৭৬ জন শ্রমিককে ছাঁটাই করে। আজ সকালে ছাঁটাইকৃত শ্রমিকেরা অন্য দিনের মতো কাজে যোগ দিতে এলে কারখানায় প্রবেশ করতে বাধা দেওয়া হয়।
এ সময় তাঁদের প্রবেশ করতে না দেওয়ার কারণ জানতে চাইলে জানানো হয়, ইতিপূর্বে শ্রমিক আন্দোলনে অংশ নিয়েছে—এমন অভিযোগে তাঁদের ছাঁটাই করা হয়েছে। প্রতিবাদের সকাল ১০টার দিকে কারখানার ফটকে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা কারখানার অন্য শ্রমিকদেরও বিক্ষোভে যোগ দিতে আহ্বান জানান।
পরে কারখানার অন্য শ্রমিকরাও বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভে অংশ নিয়ে কারখানার পার্শ্ববর্তী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় লেনে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ৭৬ জন শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে দ্যাটস ইট কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। তাঁদের দাবিদাওয়ার বিষয়ে আগামীকাল (সোমবার) বিজিএমইএ কার্যালয়ে আলোচনা করে বিষয়টি মীমাংসা করার আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকেরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। এতে ঘণ্টাখানেক পর মহাসড়কে যান চলাচল শুরু হয়।
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা স্বর্ণ ও টাকা লুট হয়েছে দাবি করেছেন ওই ব্যবসায়ী।
১ ঘণ্টা আগেআধা ঘণ্টার ব্যবধানে পরপর চারটি ইনজেকশন প্রয়োগের কারণে চট্টগ্রামের সীতাকুণ্ডে নাজমা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আক্তার হোসেন (৬৫) ও ইদ্রিস চৌধুরীকে (৬৩) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে গ্রেপ্তার করা দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে
২ ঘণ্টা আগেকক্সবাজার শহরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপির নেতার নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মান্নানকে ছিনিয়ে নিয়েছেন এলাকাবাসী। তবে পুলিশ বলছে, সংঘবদ্ধ এলাকাবাসীর বাধার কারণে পুলিশ আসামিকে গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে। রোববার বিকেলে কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের
২ ঘণ্টা আগেসিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তালামীয নেতার ওপর শিবিরের হামলার ঘটনায় জামায়াত ও আঞ্জুমানে আল ইসলাহ্র নেতাদের মধ্যে বৈঠক হয়েছে। আজ রোববার সন্ধ্যায় নগরের সোবহানীঘাট এলাকার একটি বেসরকারি হাসপাতালের বোর্ডরুমে দুটি অভিভাবক সংগঠনের নেতাদের মধ্যে এ বৈঠক হয়। তবে বৈঠক শেষে উভয় পক্ষই ‘ভিন্ন ভিন্ন’
২ ঘণ্টা আগে