Ajker Patrika

গোয়ালন্দে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রতিনিধি
গোয়ালন্দে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উজানচর ইউনিয়ন বাহাদুরপুরের কালুর মোড় এলাকায় আক্কাছ শেখের স্ত্রী আকলিমা বেগম (৩৫) নামে বাড়ির বাঁশ বাগান ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

আজ শনিবার গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠিয়েছে।

প্রতিবেশী সূত্রে জানা যায়, আকলিমার স্বামী আক্কাছ শেখ পরকীয়া প্রেমে আসক্ত ছিল। ওই পরকীয়ার বিষয়টি স্ত্রী আকলিমা বেগম জানার পর থেকেই তাদের সংসারে অশান্তি শুরু হয় । তারই জের ধরে এই রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন এলাকাবাসী।

এই রহস্যজনক মৃত্যুর ঘটনা সম্পর্কে জানার জন্য তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আকলিমার স্বামী আক্কাছ শেখের মুঠোফোনে ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি এবং তাকে বাড়িতে পাওয়া যায়নি।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল-তায়াবীর আজকের পত্রিকাকে জানান, আপাতত দৃষ্টিতে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার আগেই আত্মহত্যার ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত