নরসিংদী প্রতিনিধি
লিখিতভাবে কোনো কারণ জানানো ছাড়াই নরসিংদীর শিবপুর উপজেলার দত্তেরগাঁও উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন স্থগিত করার অভিযোগ উঠেছে। আজ সোমবার নির্বাচনের ভোট গ্রহণের কথা থাকলেও তা হয়নি। প্রার্থীদের অভিযোগ গতকাল রোববার সন্ধ্যায় প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন মৌখিকভাবে নির্বাচন স্থগিত ঘোষণা করেন। পরে দত্তেরগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম রাতে প্রার্থীদের ফোন করে নির্বাচন স্থগিতের বিষয়টি জানান। তবে পুনরায় ভোটগ্রহণ কবে হবে তা জানানো হয়নি। এদিকে ভোট গ্রহণ বন্ধ করায় ভোটার ও প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য নির্বাচনের জন্য গত ২৪ অক্টোবর তফসিল ঘোষণা করা হয়। ২৬ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা করার দিন ধার্য করা হয়। গত ১ নভেম্বর মনোনয়নপত্র বাছাই করা হয়। ৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ক্রমিক নম্বর বিতরণ করা হয় এবং ১৪ নভেম্বর ভোটগ্রহণের তারিখ ধার্য করা হয়।
বিদ্যালয়ের নবম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক হারুন ভূঁইয়া বলেন, ‘আজ সকাল ১০টার দিকে ভোট দিতে গিয়ে দেখি ভোট হচ্ছে না। পরে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি কোন কারণ জানাননি।’
নির্বাচনে সাধারণ অভিভাবক শ্রেণির প্রার্থী রিপন মোল্লা বলেন, ‘গতকাল রাতে প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম খান মোবাইল ফোনে আমাদের নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানান। তবে কেন, কী কারণে স্থগিত করা হয়েছে তা তিনি জানাননি। আজ সকাল ৯টার দিকে আমরা বিদ্যালয়ে গিয়ে লিখিতভাবে প্রধান শিক্ষকের কাছে নির্বাচন স্থগিত হওয়ার কারণ জানতে চাইলে তিনি আমাদের আবেদন রাখেননি এবং নির্বাচন স্থগিত হওয়ার কোনো চিঠিও দেননি।’
এ ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। কেন এমন হয়েছে তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা আলতাফ হোসেন জানেন। তাঁর নির্দেশেই প্রার্থীদের ফোন করে নির্বাচন স্থগিতের বিষয়টি জানিয়েছি।’
এ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, ‘স্কুলের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম খান মৌখিকভাবে আমাকে জানান ১৪ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হলে আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বিষয়টি ইউএনও স্যারকে জানাই। পরে স্যারের মৌখিক নির্দেশে নির্বাচন স্থগিত করা হওয়ার বিষয়টি প্রধান শিক্ষককে জানাই। তবে পরে এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।’
এ ব্যাপারে জানতে মোবাইল ফোনে উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাতকে একাধিক বার কল করা হয়। কিন্তু ফোন না ধরায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।
লিখিতভাবে কোনো কারণ জানানো ছাড়াই নরসিংদীর শিবপুর উপজেলার দত্তেরগাঁও উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন স্থগিত করার অভিযোগ উঠেছে। আজ সোমবার নির্বাচনের ভোট গ্রহণের কথা থাকলেও তা হয়নি। প্রার্থীদের অভিযোগ গতকাল রোববার সন্ধ্যায় প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন মৌখিকভাবে নির্বাচন স্থগিত ঘোষণা করেন। পরে দত্তেরগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম রাতে প্রার্থীদের ফোন করে নির্বাচন স্থগিতের বিষয়টি জানান। তবে পুনরায় ভোটগ্রহণ কবে হবে তা জানানো হয়নি। এদিকে ভোট গ্রহণ বন্ধ করায় ভোটার ও প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য নির্বাচনের জন্য গত ২৪ অক্টোবর তফসিল ঘোষণা করা হয়। ২৬ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা করার দিন ধার্য করা হয়। গত ১ নভেম্বর মনোনয়নপত্র বাছাই করা হয়। ৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ক্রমিক নম্বর বিতরণ করা হয় এবং ১৪ নভেম্বর ভোটগ্রহণের তারিখ ধার্য করা হয়।
বিদ্যালয়ের নবম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক হারুন ভূঁইয়া বলেন, ‘আজ সকাল ১০টার দিকে ভোট দিতে গিয়ে দেখি ভোট হচ্ছে না। পরে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি কোন কারণ জানাননি।’
নির্বাচনে সাধারণ অভিভাবক শ্রেণির প্রার্থী রিপন মোল্লা বলেন, ‘গতকাল রাতে প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম খান মোবাইল ফোনে আমাদের নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানান। তবে কেন, কী কারণে স্থগিত করা হয়েছে তা তিনি জানাননি। আজ সকাল ৯টার দিকে আমরা বিদ্যালয়ে গিয়ে লিখিতভাবে প্রধান শিক্ষকের কাছে নির্বাচন স্থগিত হওয়ার কারণ জানতে চাইলে তিনি আমাদের আবেদন রাখেননি এবং নির্বাচন স্থগিত হওয়ার কোনো চিঠিও দেননি।’
এ ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। কেন এমন হয়েছে তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা আলতাফ হোসেন জানেন। তাঁর নির্দেশেই প্রার্থীদের ফোন করে নির্বাচন স্থগিতের বিষয়টি জানিয়েছি।’
এ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, ‘স্কুলের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম খান মৌখিকভাবে আমাকে জানান ১৪ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হলে আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বিষয়টি ইউএনও স্যারকে জানাই। পরে স্যারের মৌখিক নির্দেশে নির্বাচন স্থগিত করা হওয়ার বিষয়টি প্রধান শিক্ষককে জানাই। তবে পরে এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।’
এ ব্যাপারে জানতে মোবাইল ফোনে উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাতকে একাধিক বার কল করা হয়। কিন্তু ফোন না ধরায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।
চাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির তিন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির বেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে...
২ মিনিট আগেময়মনসিংহের ত্রিশালে সাবেক সংসদ সদস্য রুহুল আমীন মাদানীর নামে প্রতিষ্ঠিত একটি মসজিদের উন্নয়নে দুই অর্থবছরে তিনটি প্রকল্পের আওতায় প্রায় কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকল্পের কাজই পূর্ণতা পায়নি। একটির কাজ করাই হয়নি, অন্যটির কাজ আংশিক হয়ে থেমে আছে, আরেকটিতে কেবল নামফলক বসিয়েই..
২০ মিনিট আগেবগুড়ার শেরপুর পৌরসভায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বরাদ্দ পাওয়া সাতটি প্রকল্পের কাজের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি অধিকাংশ প্রকল্পের কাজ। যদিও দাপ্তরিক নথিতে সব প্রকল্পই ‘প্রায় সম্পন্ন’ হিসেবে দেখানো হয়েছে, তবে মাঠপর্যায়ে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
২ ঘণ্টা আগেবেনাপোল স্থলবন্দরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৪০ জন আনসার সদস্যকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। প্রথম ধাপে ৪০ জন বদলি হলেও পরে অন্যদেরও বদলি করা হবে বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের...
৯ ঘণ্টা আগে