সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
ধলেশ্বরী নদীর পূর্ব পার থেকে পশ্চিম পারে স্থানান্তরকে কেন্দ্র করে তালা ঝুলছে মানিকগঞ্জের সাটুরিয়ার বরাইদ ইউনিয়নের ছনকা উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে। দুই দিন ধরে পাঠদান বন্ধ থাকায় দেড় শতাধিক শিক্ষার্থীর পড়াশোনা নিয়ে শঙ্কিত অভিভাবকেরা।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের দুটি টিনশেডের প্রতিটি শ্রেণিকক্ষে তালা ঝুলছে। শিক্ষার্থীরা চট, মাদুর বিছিয়ে বারান্দা ও মাঠে বসে আছে। হাজিরা খাতা অনুযায়ী ১৩৭ জন শিক্ষার্থী উপস্থিত; কিন্তু তাদের পাঠদান বন্ধ রয়েছে।
বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাহিমা আক্তার বলে, ‘আমরা স্কুল নিয়ে রাজনীতি চাই না। আমরা ক্লাস করতে চাই। আমরা নদীর পূর্ব পারে বসবাস করে আসছি। আমরা কেন নদী সাঁতরে পশ্চিম পারে যাব? চরের স্কুল চরেই থাকবে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল মজিদ বলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহজাহান ও প্রধান শিক্ষক আব্দুস সালামের সঙ্গে এলাকার মানুষের কথা-কাটাকাটির কারণে বিদ্যালয়টি ধলেশ্বরী নদীর পূর্ব পার থেকে পশ্চিম পারে নেওয়ার চেষ্টা হচ্ছে। নদীর পশ্চিম পারে জমি কিনে নতুন একাডেমিক ভবন তৈরির চেষ্টা করছে একটি পক্ষ। গত শুক্রবার রাতারাতি একটি টিনশেড ঘর তৈরি করা হয়। রোববার থেকে আগের ভবনে তালা দিয়ে নতুন স্থানে ক্লাস করার চেষ্টা চলছে। কিন্তু বিদ্যালয়টি যাতে স্থানান্তর না হয়, সে জন্য মানিকগঞ্জ সহকারী জজ আদালতে ২৩ ফেব্রুয়ারি একটি মামলা করা হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, নিয়ম মেনে বিদ্যালয়ের ভবন স্থানান্তরের কাজ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন বলেন, ‘বিদ্যালয়টি স্থানান্তরে মন্ত্রণালয়ের একটি চিঠি আমরা পেয়েছি। কিন্তু তাঁরা যেভাবে স্থানান্তর করেছেন, সেটা সঠিক হয়নি। এ বিষয়ে সাটুরিয়া ইউএনওকে আমি লিখিতভাবে জানিয়েছি।’
ইউএনও মো. ইকবাল হোসেন বলেন, বেশির ভাগ শিক্ষার্থী চাইছে বর্তমান স্থান নদীর পূর্ব পারেই বিদ্যালয় থাকুক। প্রধান শিক্ষক আইন অমান্য করায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ধলেশ্বরী নদীর পূর্ব পার থেকে পশ্চিম পারে স্থানান্তরকে কেন্দ্র করে তালা ঝুলছে মানিকগঞ্জের সাটুরিয়ার বরাইদ ইউনিয়নের ছনকা উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে। দুই দিন ধরে পাঠদান বন্ধ থাকায় দেড় শতাধিক শিক্ষার্থীর পড়াশোনা নিয়ে শঙ্কিত অভিভাবকেরা।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের দুটি টিনশেডের প্রতিটি শ্রেণিকক্ষে তালা ঝুলছে। শিক্ষার্থীরা চট, মাদুর বিছিয়ে বারান্দা ও মাঠে বসে আছে। হাজিরা খাতা অনুযায়ী ১৩৭ জন শিক্ষার্থী উপস্থিত; কিন্তু তাদের পাঠদান বন্ধ রয়েছে।
বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাহিমা আক্তার বলে, ‘আমরা স্কুল নিয়ে রাজনীতি চাই না। আমরা ক্লাস করতে চাই। আমরা নদীর পূর্ব পারে বসবাস করে আসছি। আমরা কেন নদী সাঁতরে পশ্চিম পারে যাব? চরের স্কুল চরেই থাকবে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল মজিদ বলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহজাহান ও প্রধান শিক্ষক আব্দুস সালামের সঙ্গে এলাকার মানুষের কথা-কাটাকাটির কারণে বিদ্যালয়টি ধলেশ্বরী নদীর পূর্ব পার থেকে পশ্চিম পারে নেওয়ার চেষ্টা হচ্ছে। নদীর পশ্চিম পারে জমি কিনে নতুন একাডেমিক ভবন তৈরির চেষ্টা করছে একটি পক্ষ। গত শুক্রবার রাতারাতি একটি টিনশেড ঘর তৈরি করা হয়। রোববার থেকে আগের ভবনে তালা দিয়ে নতুন স্থানে ক্লাস করার চেষ্টা চলছে। কিন্তু বিদ্যালয়টি যাতে স্থানান্তর না হয়, সে জন্য মানিকগঞ্জ সহকারী জজ আদালতে ২৩ ফেব্রুয়ারি একটি মামলা করা হয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, নিয়ম মেনে বিদ্যালয়ের ভবন স্থানান্তরের কাজ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন বলেন, ‘বিদ্যালয়টি স্থানান্তরে মন্ত্রণালয়ের একটি চিঠি আমরা পেয়েছি। কিন্তু তাঁরা যেভাবে স্থানান্তর করেছেন, সেটা সঠিক হয়নি। এ বিষয়ে সাটুরিয়া ইউএনওকে আমি লিখিতভাবে জানিয়েছি।’
ইউএনও মো. ইকবাল হোসেন বলেন, বেশির ভাগ শিক্ষার্থী চাইছে বর্তমান স্থান নদীর পূর্ব পারেই বিদ্যালয় থাকুক। প্রধান শিক্ষক আইন অমান্য করায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মহাসড়কের দুটি পয়েন্টে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিক্ষোভের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়েছে।
৭ মিনিট আগেখুলনা নগরীর পর এবার ডুমুরিয়া উপজেলায় বিষাক্ত মদ পানে দুজনের মৃত্যুর খবর জানা গেছে। তাঁদের একজন গত শুক্রবার রাতে এবং অপরজন গতকাল শনিবার রাতে মারা গেছেন। এ ছাড়া আরও কয়েকজন খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
১১ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে মোহাম্মদ লালচান (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল শনিবার রাতে জেলার সদর উপজেলার জোহুরপুর সীমান্ত দিয়ে ভারতে যান তিনি। এরপর তিনি ফিরে আসতে পারেননি এবং তাঁর কোনো খোঁজও মিলছে না। স্থানীয়দের কাছে থেকে বাংলাদেশি নিখোঁজের তথ্য জেনেছেন...
২১ মিনিট আগেরাজধানীর গুলিস্তান ও আজিমপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরতাল সমর্থনে বাস পোড়ানো-সংক্রান্ত কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে সেগুলো পুরোনো এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে আজ রোববারের (২০ জুলাই) ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপ
৩৩ মিনিট আগে