Ajker Patrika

ময়মনসিংহে পলিটেকনিক শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি, তিন গেটে তালা

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৪: ৩৬
পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা
পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি-সংক্রান্ত উচ্চ আদালতের রায় বাতিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিলসহ ছয় দফা দাবি বাস্তবায়নে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি চলছে। ক্যাম্পাসের ভেতর এবং প্রধান ফটকে তিনটি তালা দেওয়া হয়েছে। এ সময় শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে শিক্ষকেরাও বাইরে চলে আসেন।

শিক্ষার্থী এনায়েত হোসেন, রেদুওয়ানুজ্জামান, সাকিব রামিম, ইমরান শেখ জানান, ৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের শাটডাউন কর্মসূচি চলবে। আমাদের যৌক্তিক দাবির বিষয়ে সরকার কর্ণপাত করছে না।

লাগাতার আন্দোলন চলাকালীন সরকার দাবি বাস্তবায়নে ২১ দিনের সময় নেন। ২৭ এপ্রিল বিকেলে ৬ দফা বাস্তবায়নে রূপরেখা দেওয়ার কথা থাকলেও কোনো সিদ্ধান্ত না আসায় আবারও আন্দোলন জোরালো করছি।

দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনটি গেটে তালা ঝুলবে। সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। দাবি আদায় করেই আমরা ক্যাম্পাসে ফিরব।

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সাখাওয়াত হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। তাঁদের দাবির মধ্যে যৌক্তিকতা রয়েছে। আন্দোলনের অংশ হিসেবে আজ ক্যাম্পাসের গেটে তালা দিয়েছে এবং আমাদের বাইরে আসতে বলায় আমরা এসেছি। কারণ তারাও আমাদের শিক্ষার্থী। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত