Ajker Patrika

রূপগঞ্জে পোশাকশ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ, আহত ৪০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে রূপগঞ্জে শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে রূপগঞ্জে শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রবিনটেক্স লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আহত হয়েছেন অন্তত ৪০ জন।

আজ বুধবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় এই সংঘর্ষ হয়। এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষস্থল থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ।

বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, রবিনটেক্স নামের পোশাক কারখানাটিতে প্রায় ৮ হাজার শ্রমিক কাজ করেন। ঈদুল ফিতর উপলক্ষে ২৯ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখা হয়। কিন্তু বন্ধের মধ্যে ২৮ মার্চ বিনা নোটিশে ১২০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এ ছাড়া কারখানা বন্ধের আগে শ্রমিকদের ৬৫ শতাংশ বোনাস দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয় ৫০ শতাংশ। পূর্ণ বেতনের বদলে ২০ দিনের বেতন দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার কারখানা খোলার দিন শ্রমিকেরা ছাঁটাইয়ের কারণ জানতে চাইলে মালিকপক্ষ টালবাহানা শুরু করে। এ সময় শ্রমিকেরা ছাঁটাইয়ের প্রতিবাদ জানান এবং বেতন–বোনাস পরিশোধের দাবি জানান।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ। ছবি: সংগৃহীত

আজ শ্রমিকেরা এই দাবিতে আন্দোলন শুরু করলে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। একপর্যায়ে বাগ্‌বিতণ্ডা শুরু হলে লাঠিপেটা করে পুলিশ।

দুপুর ১২টার পর শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়কে বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করেন। মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের ওপর। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলার পর ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ। ছবি: সংগৃহীত

ঘটনাস্থলে যাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে এসেছি। শ্রমিকেরা যে দাবি জানিয়েছে, তা নিয়ে আজকেই মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।’

সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘আমরা বর্তমানে পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়েছি। মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। শ্রমিকদের দাবি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতিসংঘে চিঠি লিখলেন মোগল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন আয়োজন করছে ভারত

কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলা হচ্ছে

বাংলাদেশিদের জীবন ধ্বংসকারী সমস্যা মোকাবিলায় গণতন্ত্র-নির্বাচন গুরুত্বপূর্ণ: যুক্তরাষ্ট্র

আফ্রিকা থেকে পিঁপড়া যাচ্ছে ইউরোপে, কেনিয়ার বিমানবন্দরে জব্দ কয়েক লাখ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত