Ajker Patrika

কালীগঞ্জে যুবকের ৭ টুকরো মরদেহ উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১৬: ৫৯
কালীগঞ্জে যুবকের ৭ টুকরো মরদেহ উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জে পোশাকশ্রমিক সবুজ বার্নার্ড ঘোষালের (৩১) সাত টুকরো মরদেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডের মূল হোতা শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল রোববার রাতে পিবিআইয়ের একটি দল সাতক্ষীরায় অভিযান চালিয়ে শাহীনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে রক্তমাখা জামাকাপড় ও হত্যার আলামত জব্দ করা হয়েছে। 

সবুজ বার্নার্ড ঘোষাল উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামের অমূল্য বার্নার্ড ঘোষালের ছেলে। তিনি পানজোড়া গ্রামের পূর্বাচল অ্যাপারেলস লিমিটেডে কোয়ালিটি চেকার (কিউসি) পদে চাকরিরত ছিলেন। 

পিবিআইয়ের গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাকসুদের রহমান বলেন, সবুজকে হত্যার কথা শাহীন স্বীকার করেছেন। তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত জব্দ করা হয়েছে।’ 

উল্লেখ্য, গত শনিবার সকালে উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মানিক মিয়ার ভাড়া বাড়ির সামনের ডোবা থেকে তিনটি এবং সন্ধ্যা পর্যন্ত একটি পায়ের কিছু অংশসহ মরদেহের সাতটি টুকরো উদ্ধার করা হয়েছে। মরদেহের টুকরোগুলো কালীগঞ্জের পানজোরা গ্রামের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা হয়েছিল। 

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ছানোয়ার হোসেন বলেন, ‘গতকাল সকালে কালীগঞ্জ থানাধীন পানজোড়া গ্রামের পূর্বাচল অ্যাপারেলস লিমিটেডের ফ্যাক্টরির পাশের পুকুরে ও জঙ্গলে মরদেহের খণ্ডিত অংশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে কোমর থেকে হাঁটু পর্যন্ত অংশ, আঙুলবিহীন কাটা দুই হাত ও একটি জিনসের প্যান্ট উদ্ধার করে। পরে মরদেহের অবশিষ্টাংশের খোঁজে তল্লাশি চালিয়ে বিকেলে তাঁর দেহ থেকে বিচ্ছিন্ন মাথা এবং কোমর থেকে গলা পর্যন্ত ও এক পায়ের কাটা দুটি খণ্ড বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে পুলিশ। পরবর্তী সময়ে মরদেহের মোট সাত টুকরো অংশ উদ্ধার করা হয়েছে।’ 

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘দুর্বৃত্তরা সুবজকে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে কেটে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত