Ajker Patrika

ত্বকী হত্যা মামলায় ৫ আসামির হাজিরা, দেখা নেই তদন্ত প্রতিবেদনের

নারায়ণগঞ্জ সংবাদদাতা
ত্বকী হত্যা মামলায় ৫ আসামির হাজিরা, দেখা নেই তদন্ত প্রতিবেদনের

নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় জামিনে থাকা ৫ আসামি আজ বৃহস্পতিবার আদালতে হাজিরা দিয়েছেন। তবে এ দিনও মামলার তদন্তকারী সংস্থা র‍্যাব আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ বাবু। তিনি আজকের পত্রিকাকে বলেন, আসামিরা আজ জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত সাহারা বিথীর আদালতে হাজিরা দেন। তদন্তকারী সংস্থা কোনো প্রতিবেদন দাখিল করেনি। আদালত এই মামলার পরবর্তী তারিখ ১৭ এপ্রিল ধার্য করেছেন। 

আদালতে হাজিরা দেওয়া আসামিরা হলেন—রিফাত বিন ওসমান, সুলতান শওকত ভ্রমর, ইউসুফ হোসেন লিটন, সালেহ রহমান সীমান্ত ও তায়েবউদ্দিন আহমেদ জ্যাকি। 

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে তানভীর মুহাম্মদ ত্বকী শহরের শায়েস্তাখান সড়কের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে ৮ মার্চ শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের পর থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে আসামি ইউসুফ হোসেন লিটন ও সুলতান শওকত ভ্রমর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার এরই মধ্যে ৮ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন জমা দেয়নি তদন্তকারী সংস্থা র‍্যাব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত