Ajker Patrika

গাজীপুরে ঝুটের গুদামে আগুন

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ঝুটের গুদামে আগুন

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার খোলাপাড়া নছের মার্কেট এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত ৮টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মিরাজুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, মহানগরীর কোনাবাড়ী থানার খোলাপাড়া নছের মার্কেট এলাকায় মানিক মিয়ার ঝুট গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পাশের আরও কয়েকটি ঝুট গুদাম ও হযরত আলীর একটি বাসা বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর, ডিবিএল ও সারাবো থেকে ৫টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে টিন শেডের ৪টি ঝুট গুদাম ও আধাপাকা একটি বাসা বাড়ির ৪টি কক্ষ পুড়ে গেছে।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত