Ajker Patrika

বিএনপির কার্যালয়ে ভাঙচুরের পর অগ্নিসংযোগ, মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৫: ১১
বিএনপির কার্যালয়ে ভাঙচুরের পর অগ্নিসংযোগ, মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলা এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

গতকাল বুধবার রাত ৮টার দিকে জেলা শহরের উকিলপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তার মো. লুৎফার রহমান ভূইয়া মিঠামইন উপজেলার আতপাশা গ্রামের বাসিন্দা। 

বুধবার রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব ১৪-এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

র‍্যাব জানায়, গত ৫ আগস্ট বিকেলে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে অন্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে মিঠামইন বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া ছাত্র-জনতার ওপর গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা করে। এ ঘটনায় মো. লোকমান হোসেন বাদী হয়ে মিঠামইন থানায় গত ৯ সেপ্টেম্বর মামলা দায়ের করেন। অভিযান চালিয়ে গতকাল তাঁকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ইউপি চেয়ারম্যান ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে মিঠামইন থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত