রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে হায়দার আলী ওরফে সবুজ (২৮) নামে একজন নিহত হয়েছেন। উপজেলার দূরগাম চরাঞ্চল বাঁশগাড়ি ইউপি নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান চেয়ারম্যান সমর্থকের মধ্যে দীর্ঘদিন যাবৎ চলা বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। তাদেরকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বাঁশগাড়ি বাজারের পাশে বালুয়াকান্দি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
হায়দার আলী ওরফে সবুজ বাঁশগাড়ি ইউনিয়নের চান্দেরকান্দি এলাকার কালাকাজী বাড়ির হানিফ মিয়ার ছেলে। এ ছাড়া তিনি মজিবর মেম্বারের লোক এবং বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হাসান রাতুলের সমর্থক। তিনি বাঁশগাড়ি বাজারে ইজিবাইক সিরিয়ালম্যান হিসেবে কাজ করতেন।
বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মীর মাহাবুব এসব তথ্য নিশ্চিত করেছেন। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশসহ পুলিশ সদস্যরা এলাকায় অবস্থান নিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ চলা আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হক গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ৩ ডিসেম্বর পার্শ্ববর্তী মির্জারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে গুলি করে হত্যা করা হয়। এরপর থেকে বাঁশগাড়ির সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থকেরা এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। অভিযোগ উঠেছে, রোববার তারা বাঁশগাড়ি এলাকায় ফিরে অস্ত্রশস্ত্র নিয়ে বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুলের সমর্থকদের এলাকা ছাড়া করার জন্য হামলা শুরু করে। এ সময় বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুলের কিছু সমর্থক এলাকা ছেড়ে পালিয়ে যান।
পরে আশরাফুল হকের সমর্থকেরা বাঁশগাড়ি বাজার এলাকায় গিয়ে হায়দার আলী ওরফে সবুজকে লোকজন গুলি করে। গুরুতর আহতাবস্থায় গুলিবিদ্ধ সবুজকে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টায় কর্তব্যরত চিকিৎসক শেলি রানী দাম তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় প্রতিপক্ষের এলোপাতাড়ি গুলিতে পাঁচজন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান জাকির বলেন, ‘আশরাফুলের লোকজন কয়েক দিন যাবৎ আমার লোকজনকে এলাকা ছাড়ার চেষ্টা করে আসছে। আজ তাদের ধাওয়া খেয়ে আমার লোকজন অন্যত্র চলে যায়। আমার এক সমর্থক সবুজ নামে একজনকে একা পেয়ে গুলি করে তারা।’
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের ব্যবহৃত মোবাইলে একাধিকবার কলে করেও বন্ধ পাওয়া যায়।
বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মীর মাহবুব বলেন, ‘দীর্ঘদিনের চলা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিকেলে দুই গ্রুপের সংঘর্ষ বাধে। এখন পর্যন্ত সংঘর্ষ চলমান। সংঘর্ষ ঠেকানোর চেষ্টা করছে পুলিশ। জানতে পেরেছি গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণ করেছেন।’
উল্লেখ্য, বাঁশগাড়িতে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ চলা বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকের মাঝে বিরোধ চলে আসছিল। এ নিয়ে কয়েক দফায় উভয় পক্ষের সমর্থকদের মাঝে টেঁটা নিয়ে কয়েদিন পর পর সংঘর্ষের ঘটনা ঘটেই যাচ্ছে। এতে বেশ কয়েকজন নিহত হন। দীর্ঘদিনের চলা দ্বন্দ্বের অবসানে স্থানীয় সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি গত ১৬ নভেম্বর এক সভায় সাবেক ও বর্তমান চেয়ারম্যানসহ উভয়ই পক্ষের লোকজনকে ঝগড়া না করার শপথ পাঠ করান। তারপরও এ নিয়ে গত এক মাসে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে হায়দার আলী ওরফে সবুজ (২৮) নামে একজন নিহত হয়েছেন। উপজেলার দূরগাম চরাঞ্চল বাঁশগাড়ি ইউপি নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান চেয়ারম্যান সমর্থকের মধ্যে দীর্ঘদিন যাবৎ চলা বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। তাদেরকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বাঁশগাড়ি বাজারের পাশে বালুয়াকান্দি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
হায়দার আলী ওরফে সবুজ বাঁশগাড়ি ইউনিয়নের চান্দেরকান্দি এলাকার কালাকাজী বাড়ির হানিফ মিয়ার ছেলে। এ ছাড়া তিনি মজিবর মেম্বারের লোক এবং বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হাসান রাতুলের সমর্থক। তিনি বাঁশগাড়ি বাজারে ইজিবাইক সিরিয়ালম্যান হিসেবে কাজ করতেন।
বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মীর মাহাবুব এসব তথ্য নিশ্চিত করেছেন। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশসহ পুলিশ সদস্যরা এলাকায় অবস্থান নিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ চলা আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হক গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ৩ ডিসেম্বর পার্শ্ববর্তী মির্জারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে গুলি করে হত্যা করা হয়। এরপর থেকে বাঁশগাড়ির সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থকেরা এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। অভিযোগ উঠেছে, রোববার তারা বাঁশগাড়ি এলাকায় ফিরে অস্ত্রশস্ত্র নিয়ে বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুলের সমর্থকদের এলাকা ছাড়া করার জন্য হামলা শুরু করে। এ সময় বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুলের কিছু সমর্থক এলাকা ছেড়ে পালিয়ে যান।
পরে আশরাফুল হকের সমর্থকেরা বাঁশগাড়ি বাজার এলাকায় গিয়ে হায়দার আলী ওরফে সবুজকে লোকজন গুলি করে। গুরুতর আহতাবস্থায় গুলিবিদ্ধ সবুজকে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টায় কর্তব্যরত চিকিৎসক শেলি রানী দাম তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় প্রতিপক্ষের এলোপাতাড়ি গুলিতে পাঁচজন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান জাকির বলেন, ‘আশরাফুলের লোকজন কয়েক দিন যাবৎ আমার লোকজনকে এলাকা ছাড়ার চেষ্টা করে আসছে। আজ তাদের ধাওয়া খেয়ে আমার লোকজন অন্যত্র চলে যায়। আমার এক সমর্থক সবুজ নামে একজনকে একা পেয়ে গুলি করে তারা।’
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের ব্যবহৃত মোবাইলে একাধিকবার কলে করেও বন্ধ পাওয়া যায়।
বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মীর মাহবুব বলেন, ‘দীর্ঘদিনের চলা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিকেলে দুই গ্রুপের সংঘর্ষ বাধে। এখন পর্যন্ত সংঘর্ষ চলমান। সংঘর্ষ ঠেকানোর চেষ্টা করছে পুলিশ। জানতে পেরেছি গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণ করেছেন।’
উল্লেখ্য, বাঁশগাড়িতে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ চলা বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকের মাঝে বিরোধ চলে আসছিল। এ নিয়ে কয়েক দফায় উভয় পক্ষের সমর্থকদের মাঝে টেঁটা নিয়ে কয়েদিন পর পর সংঘর্ষের ঘটনা ঘটেই যাচ্ছে। এতে বেশ কয়েকজন নিহত হন। দীর্ঘদিনের চলা দ্বন্দ্বের অবসানে স্থানীয় সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি গত ১৬ নভেম্বর এক সভায় সাবেক ও বর্তমান চেয়ারম্যানসহ উভয়ই পক্ষের লোকজনকে ঝগড়া না করার শপথ পাঠ করান। তারপরও এ নিয়ে গত এক মাসে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
ময়মনসিংহের ত্রিশালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটেছে। এ কারণে আজ শনিবার সকাল ১০টা থেকে ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
২০ মিনিট আগেরাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালংকার লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা ডিবি। অভিযানে লুণ্ঠিত স্বর্ণালংকার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। ডিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তা এ তথ্য জানানো হয়েছে।
২৮ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুরে কবি, রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার ও উপদেষ্টা ফরিদা আখতারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’ লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ঘটে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজে দুই যুবককে বোমা ছুড়ে দ্রুত দৌড়ে পালিয়ে যেতে দেখ
৪৪ মিনিট আগেনড়াইলে ইউনিয়ন বিএনপির অফিসে বোমা হামলায় তিন নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার শিংগাশোলপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পর একজনকে ঢাকায় স্থানান্তর করা হয়।
১ ঘণ্টা আগে