Ajker Patrika

জাজিরায় নদী থেকে যুবকের লাশ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি
Thumbnail image

শরীয়তপুরের জাজিরায় নদী থেকে জামাল শিকারী (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ রোববার বিকেলে উপজেলার কাজীরহাটসংলগ্ন কীর্তিনাশা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। জামাল ওই এলাকার মৃত রতন শিকারীর ছেলে।

জামাল শিকারীর ভাই কামাল শিকারী বলেন, তাঁরা কাজীরহাট এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তাঁদের স্থায়ী কোনো ঠিকানা নেই। প্রায় ২৫ বছর আগে তাঁর বাবা এবং তিন বছর আগে মা মারা যান। তিন ভাইয়ের মধ্যে জামাল সবার ছোট, এখনো বিয়ে করেননি। তাঁদের কেউ ভাঙ্গারি দোকানে কাজ করেন, কেউ ট্রলি চালান।

ভাইয়ের কোনো শত্রু নেই জানিয়ে কামাল শিকারী বলেন, তাঁর ভাইকে কে বা কারা হত্যা করেছে, বা কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তিনি জানেন না।

এ বিষয়ে জানতে চাইলে মাঝিরঘাট ফাঁড়ির ইনচার্জ মো. জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দুপুরে কাজীরহাট বাজার এলাকার নির্মাণাধীন ব্রিজের কাছে নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে সেখানে গিয়ে লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত