Ajker Patrika

পাকুন্দিয়ায় ইউপি সদস্যকে কোপাল দুর্বৃত্তরা

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ মে ২০২৫, ১৪: ৩০
ইউপি সদস্য ওমর ফারুক। ছবি: সংগৃহীত
ইউপি সদস্য ওমর ফারুক। ছবি: সংগৃহীত

পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপির) ২ নম্বর ওয়ার্ডের সদস্য, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য ওমর ফারুকের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে জাঙ্গালিয়া বাজার থেকে উত্তর জাঙ্গালিয়ায় নিজ বাড়িতে যাওয়ার পথে তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে জাঙ্গালিয়া বাজার থেকে উত্তর জাঙ্গালিয়ায় নিজের বাড়িতে যাওয়ার জন্য বের হন ওমর ফারুক। এ সময় তালতলা এলাকায় পৌঁছাতেই আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তাঁর চিৎকারে লোকজন এগিয়ে গিয়ে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পাকুন্দিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা মাথায় হেলমেট পরে ইউপি সদস্য ফারুকের ওপর হামলা করেছে। বর্তমানে তাঁকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ‘ইউপি সদস্যের ওপর হামলার খবর পেয়ে তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে দেখতে যাই। তাঁকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত