নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের ছুটি আজ শেষ হলেও ঘরমুখী মানুষের ভিড় কমেনি বাস কাউন্টারগুলোতে। ঈদের আগে ছুটি ও টিকিট না পাওয়ার কারণে অনেকেই ঈদের পরের দিনকে বেছে নিয়েছেন ঢাকা ছাড়ার জন্য। আজ রোববার রাজধানীর সায়েদাবাদ বাস কাউন্টারগুলোর সামনে দেখা যায় যাত্রীদের ভিড় এবং বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যাওয়া বাসের দীর্ঘ লাইন।
কাউন্টারের কর্মীরা বলছেন, এখনো অনেক মানুষ ঢাকার বাইরে যাবে। অনেক অগ্রিম টিকিট ঈদের পরদিনের জন্যও বিক্রি হয়েছে। এ ছাড়া অনেকে কাউন্টারে এসেও টিকিট নিচ্ছেন। কাল অথবা পরশু থেকে শুরু হবে ঘরে ফেরা।
সায়েদাবাদ জনপদ মোড়ে শ্যামলী, হানিফ, সোহাগ, একুশে, ইকোনোসহ অন্যান্য কাউন্টারে আছে যাত্রীদের অপেক্ষা। এই রুট থেকে পদ্মা সেতুর সুবিধা পাওয়া যায় বিধায় ভিড় একটু বেশি। সাধারণত এর আগে এমন ভিড় দেখা যেত গাবতলী টার্মিনালে।
খুলনাগামী যাত্রী ইকবাল রানা আজকের পত্রিকাকে বলেন, ঈদের আগে বাস, ট্রেন কোনোটার টিকিট পাইনি। এর আগেরবারও এমন হয়েছে। তাই এবারও সিদ্ধান্ত নিয়েছিলাম ঈদের পরদিন বাড়ি যাব।
বেশির ভাগ যাত্রীই ঈদের আগে নানা সমস্যায় রাজধানী ছেড়ে যেতে পারেননি। ফরিদপুরগামী যাত্রী মঈনুল জানান, তিনি একটি কাপড়ের দোকানের কর্মচারী। ঈদের আগের রাত পর্যন্ত বেচাবিক্রির জন্য যাওয়া হয়নি। মালিকের সঙ্গেই ঈদ পালন করেছেন ৷ এখন তিন দিনের ছুটিতে বাড়ি যাচ্ছেন।
পরিবার নিয়ে বাগেরহাটে যাচ্ছেন মোক্তার হাসান। তিনি বলেন, ‘ঈদের আগে সাধারণত ভিড় থাকে। দুর্ঘটনাও ঘটে প্রচুর। বাচ্চাকাচ্চা নিয়ে যাত্রা করব তাই আজ যাচ্ছি। আজ তুলনামূলক রাস্তায় গাড়ি কম থাকবে। আর ভিড়ও কম।’
অন্যদিকে আজ শেষ হচ্ছে ঈদের ছুটি। আগামীকাল থেকে শুরু হবে অফিস। তবে এখনো রাজধানীতে ফিরতে শুরু করেনি মানুষ।
ঈদের ছুটি আজ শেষ হলেও ঘরমুখী মানুষের ভিড় কমেনি বাস কাউন্টারগুলোতে। ঈদের আগে ছুটি ও টিকিট না পাওয়ার কারণে অনেকেই ঈদের পরের দিনকে বেছে নিয়েছেন ঢাকা ছাড়ার জন্য। আজ রোববার রাজধানীর সায়েদাবাদ বাস কাউন্টারগুলোর সামনে দেখা যায় যাত্রীদের ভিড় এবং বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যাওয়া বাসের দীর্ঘ লাইন।
কাউন্টারের কর্মীরা বলছেন, এখনো অনেক মানুষ ঢাকার বাইরে যাবে। অনেক অগ্রিম টিকিট ঈদের পরদিনের জন্যও বিক্রি হয়েছে। এ ছাড়া অনেকে কাউন্টারে এসেও টিকিট নিচ্ছেন। কাল অথবা পরশু থেকে শুরু হবে ঘরে ফেরা।
সায়েদাবাদ জনপদ মোড়ে শ্যামলী, হানিফ, সোহাগ, একুশে, ইকোনোসহ অন্যান্য কাউন্টারে আছে যাত্রীদের অপেক্ষা। এই রুট থেকে পদ্মা সেতুর সুবিধা পাওয়া যায় বিধায় ভিড় একটু বেশি। সাধারণত এর আগে এমন ভিড় দেখা যেত গাবতলী টার্মিনালে।
খুলনাগামী যাত্রী ইকবাল রানা আজকের পত্রিকাকে বলেন, ঈদের আগে বাস, ট্রেন কোনোটার টিকিট পাইনি। এর আগেরবারও এমন হয়েছে। তাই এবারও সিদ্ধান্ত নিয়েছিলাম ঈদের পরদিন বাড়ি যাব।
বেশির ভাগ যাত্রীই ঈদের আগে নানা সমস্যায় রাজধানী ছেড়ে যেতে পারেননি। ফরিদপুরগামী যাত্রী মঈনুল জানান, তিনি একটি কাপড়ের দোকানের কর্মচারী। ঈদের আগের রাত পর্যন্ত বেচাবিক্রির জন্য যাওয়া হয়নি। মালিকের সঙ্গেই ঈদ পালন করেছেন ৷ এখন তিন দিনের ছুটিতে বাড়ি যাচ্ছেন।
পরিবার নিয়ে বাগেরহাটে যাচ্ছেন মোক্তার হাসান। তিনি বলেন, ‘ঈদের আগে সাধারণত ভিড় থাকে। দুর্ঘটনাও ঘটে প্রচুর। বাচ্চাকাচ্চা নিয়ে যাত্রা করব তাই আজ যাচ্ছি। আজ তুলনামূলক রাস্তায় গাড়ি কম থাকবে। আর ভিড়ও কম।’
অন্যদিকে আজ শেষ হচ্ছে ঈদের ছুটি। আগামীকাল থেকে শুরু হবে অফিস। তবে এখনো রাজধানীতে ফিরতে শুরু করেনি মানুষ।
নগরবাসীর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার উদ্দেশ্যে ২০২১ সালের ডিসেম্বরে কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৯০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। দুই কোটি টাকার বেশি ব্যয়ে স্থাপিত এসব ক্যামেরায় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় গাড়ির নম্বর শনাক্তকরণ, মানুষের মুখাবয়ব চেনার স
১ ঘণ্টা আগেরাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
৪ ঘণ্টা আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
৪ ঘণ্টা আগে