প্রতিনিধি, গোপালগঞ্জ
অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে হিট স্ট্রোক আফজাল মৃধা ও সজীব মুনশি নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত দালাল ও তাদের সহযোগীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা।
হিট স্ট্রোক মৃতদের মধ্যে একজন আফজাল মৃধা গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের ধোপাদী গ্রামের কৃষক একরাম মৃধার ছেলে। সজীব মুনশি একই উপজেলার রাগদী ইউনিয়নের ফজলু মুনশির ছেলে।
আফজালের ভাই আজিজুল মৃধা আজকের পত্রিকাকে বলেন, মুকসুদপুর উপজেলার বড়দিয়া গ্রামের মানবপাচার চক্রের দুই সদস্য ইতালিপ্রবাসী ইলিয়াস ফকির ও তাঁর ভাই দুলাল ফকির ইতালি যাওয়ার কথা বলে আমাদের কাছ থেকে দু’দফায় প্রায় ৬ লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর গত ২০ রমজান তাঁদের সহায়তায় লিবিয়ায় যায় আফজাল। পরে সেখান থেকে নৌকা যোগে ইতালি যাওয়ার পথে লিবিয়া পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং ৩২ দিন জেল খেটে বের হন আফজাল। এরপর সে ফের ওই দালাল চক্রের সাহায্যে ১৯ জুলাই লিবিয়া থেকে ইঞ্জিনচালিত নৌকায় ইতালির উদ্দেশ্যে ভূমধ্য সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করে। মাঝপথে ট্রলারটি নষ্ট হলে প্রচণ্ড রোদে হিট স্ট্রোক মারা যায় আফজাল মৃধাসহ আরও পাঁচজন। লিবিয়া পুলিশ আফজালের মরদেহ উদ্ধার করে ত্রিপোলির একটি হাসপাতালের মর্গে রেখেছে বলে জানতে পেরেছি।
সজীব মুনশির মা শাহানা বেগম বলেন, আমরা ছেলের সঙ্গে গত ১৮ জুলাই শেষ কথা হয়েছে। তারপর আর কথা হয়নি। ইতালি পৌঁছে দিতে শাহিন সরদার আমাদের কাছ থেকে ১১ লাখ টাকা নিয়েছে। দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি।
মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া বলেন, এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে দালাল চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে হিট স্ট্রোক আফজাল মৃধা ও সজীব মুনশি নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত দালাল ও তাদের সহযোগীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা।
হিট স্ট্রোক মৃতদের মধ্যে একজন আফজাল মৃধা গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের ধোপাদী গ্রামের কৃষক একরাম মৃধার ছেলে। সজীব মুনশি একই উপজেলার রাগদী ইউনিয়নের ফজলু মুনশির ছেলে।
আফজালের ভাই আজিজুল মৃধা আজকের পত্রিকাকে বলেন, মুকসুদপুর উপজেলার বড়দিয়া গ্রামের মানবপাচার চক্রের দুই সদস্য ইতালিপ্রবাসী ইলিয়াস ফকির ও তাঁর ভাই দুলাল ফকির ইতালি যাওয়ার কথা বলে আমাদের কাছ থেকে দু’দফায় প্রায় ৬ লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর গত ২০ রমজান তাঁদের সহায়তায় লিবিয়ায় যায় আফজাল। পরে সেখান থেকে নৌকা যোগে ইতালি যাওয়ার পথে লিবিয়া পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং ৩২ দিন জেল খেটে বের হন আফজাল। এরপর সে ফের ওই দালাল চক্রের সাহায্যে ১৯ জুলাই লিবিয়া থেকে ইঞ্জিনচালিত নৌকায় ইতালির উদ্দেশ্যে ভূমধ্য সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করে। মাঝপথে ট্রলারটি নষ্ট হলে প্রচণ্ড রোদে হিট স্ট্রোক মারা যায় আফজাল মৃধাসহ আরও পাঁচজন। লিবিয়া পুলিশ আফজালের মরদেহ উদ্ধার করে ত্রিপোলির একটি হাসপাতালের মর্গে রেখেছে বলে জানতে পেরেছি।
সজীব মুনশির মা শাহানা বেগম বলেন, আমরা ছেলের সঙ্গে গত ১৮ জুলাই শেষ কথা হয়েছে। তারপর আর কথা হয়নি। ইতালি পৌঁছে দিতে শাহিন সরদার আমাদের কাছ থেকে ১১ লাখ টাকা নিয়েছে। দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি।
মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া বলেন, এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে দালাল চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রংপুরের মিঠাপুকুরে শরিফুল ইসলাম (৩৮) নামের এক যুবকের হামলায় তাঁর বড় ভাই আতিয়ার রহমান (৪২) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার বড়বালা ইউনিয়নের আটপুনিয়া বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ শরিফুল ইসলামকে আটক করেছে।
১ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী নাহিদ হাসান সম্রাট ধোলাইখালে একটি মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলক্রমে নির্মাণাধীন এক ঢালাইয়ের ওপর পা দেন। এরপর স্থানীয়রা তাঁকে মারধর শুরু করে।
২ মিনিট আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করার সময় তিনজনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় তাঁদের বহনকারী একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ষোলোঘর এলাকায় এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেহবিগঞ্জের লাখাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে উপজেলার সিংহ গ্রামের মাইজহাটি ও দাইরল এলাকার বাসিন্দাদের মধ্যে দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।
২৯ মিনিট আগে