Ajker Patrika

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকিরের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকিরের বিরুদ্ধে দুদকের মামলা

১৫ কোটি ৩৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া মামলাটি করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার এজাহারে বলা হয়েছে, জাকির হোসেন ১৫ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬৯৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে অবৈধভাবে উপার্জিত ৪১ কোটি ৩৬ লাখ ৭ হাজার দুই টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে অবস্থান গোপন করে মানিলন্ডারিং করেছেন বলেও অভিযোগ করা হয়েছে এজাহারে। 

এজাহার থেকে আরও জানা গেছে, জাকির হোসেন ২০১৩ সালের ১৫ জানুয়ারি থেকে ২০২১ সালের ১৫ জুলাই পর্যন্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের বাগেরহাট শাখার সাতটি অ্যাকাউন্টের মাধ্যমে ৩১ কোটি ৭০ লাখ ৬০ হাজার ৯১৩ টাকা, সোনালী ব্যাংক লিমিটেড ভিকারুননিসা নূন স্কুল শাখার একটি অ্যাকাউন্টের মাধ্যমে ৪ কোটি ৩ লাখ ১০ হাজার ৯৩০ টাকা ও ২০২০ সালের ১৪ জুন পদ্মা ব্যাংক লিমিটেডের ধানমন্ডি শাখায় ১৫টি মেয়াদি এফডিআর হিসাবে ৫ কোটি ৬২ লাখ ৩৫ হাজার ১৫৯ টাকাসহ মোট ৪১ কোটি ৩৬ লাখ সাত হাজার দুই টাকার লেনদেন করেন। এসব ব্যাংক লেনদেনের আয়ের উৎস সংক্রান্ত কোনো তথ্য রেকর্ডপত্র অনুসন্ধানে পাওয়া যায়নি। এ কারণে এক আদেশের মাধ্যমে গত অক্টোবরে ওই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের (অবরুদ্ধ) আদেশ দেওয়া হয়। 

জাকির হোসেন ১৯৯২ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তারপর তিনি ১৯৯৫ সালে কুয়েত দূতাবাসে ও ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কেনিয়ার নাইরোবিতে বাংলাদেশ হাইকমিশন কর্মরত ছিলেন। 

দুদকের অনুসন্ধানে পাওয়া তথ্য থেকে জানা যায়, ২০২১-২০২২ করবর্ষের আয়কর নথি অনুযায়ী তাঁর স্থাবর-অস্থাবর সম্পদের মধ্যে ধানমন্ডিতে একটি ফ্ল্যাট, খিলগাঁওয়ের নন্দীপাড়ায় ২৬৩ অজুতাংশ জমির ওপর পাঁচতলা ভবন, সঞ্চয়পত্রে ১৩ কোটি ৩০ লাখ টাকাসহ নামে-বেনামে তাঁর বেশ কিছু সম্পদের সন্ধান পায় দুদক। 

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তা নিজ ভোগদখলে রাখার অপরাধে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) অপরাধলব্ধ আয়ের টাকা হস্তান্তর রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে অবস্থান গোপন করায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারা বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত