Ajker Patrika

গাজীপুরে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, আড়াই ঘণ্টা পর যান চলাচল শুরু

গাজীপুর প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদ ও ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদ ও ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর পোড়াবাড়ি এলাকায় শাহ সুফি ফসিহ উদ্দিন উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহতের প্রতিবাদ ও ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। দুর্ভোগে পড়েন মহাসড়ক ব্যবহারকারীরা।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় আড়াই ঘণ্টা পর যান চলাচল শুরু হয়। নিহত শিক্ষার্থীর নাম ওমর ফারুক। সে শাহ সুফি ফসিহ উদ্দিন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। সে সিটি করপোরেশনের পোড়াবাড়ি এলাকার আবু তাহেরের ছেলে।

পুলিশ ও শিক্ষার্থীরা জানায়, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় গুরুতর আহত হয় ওমর ফারুক। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফারুক।

আজ রোববার নিহতের খবর স্কুলে পৌঁছালে তার সহপাঠীরা বিক্ষুব্ধ হয়ে পড়ে। একপর্যায়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে মহানগরীর পোড়াবাড়ি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ও মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে। একপর্যায়ে দুপুর সোয়া ১২টার দিকে প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা।

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদ ও ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদ ও ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

শিক্ষার্থীরা বলছে, বেপরোয়া গতির গাড়িচাপায় প্রায়ই শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মৃত্যু ঘটেছে। এ জন্য বাজার এলাকায় ফুটওভার ব্রিজ দাবি করেছে তারা। এ বিষয়ে জিএমপির সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যুর খবরে সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার আড়াই ঘণ্টা পর ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে ১৮৬ দেশের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মাত্র একটি: গবেষণা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি

একচেটিয়া ভাতা লেনদেনের সুবিধা হারাচ্ছে ‘নগদ’

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়: গয়েশ্বর চন্দ্র রায়

আপনার ছেলেমানুষি মানায় না: প্রধান উপদেষ্টার উদ্দেশে দুদু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত